Magic Show: আস্ত মানুষকে কেটে ফেলা হচ্ছে, শূন্যে ভাসছেন মহিলা! হচ্ছেটা কী?
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Magic Show: মুর্শিদাবাদ জেলার কান্দি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে চলছে ম্যাজিক শো। কান্দি শহরবাসীর কথা মাথায় রেখে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে নিয়ে আসা হয়েছে ম্যাজিশিয়ানকে
মুর্শিদাবাদ: সবটাই হাতের খেল। বিজ্ঞানের সহায়তা নিয়ে হাতের পারদর্শীতা থাকলেই ম্যাজিক সহজে দেখানো যায়। তবে অনেক ক্ষেত্রেই দীর্ঘদিনের অনুশীলনের প্রয়োজন হয়। তবে কিছু ম্যাজিক আছে যা সহজ হাতের খেলা।
বাড়ির সদস্যদের ও বন্ধুদের আনন্দ দেওয়ার পাশাপাশি বড় মঞ্চে অনুষ্ঠানের জন্য সামগ্রীকভাবে ম্যাজিক অনেক জনপ্রিয়। চাইলে আপনিও সেই ম্যাজিক বাড়িতে ডেকে দেখাতে পারবেন অতি অনায়াসেই। বর্তমানে মোবাইল ছেড়ে হলে গিয়ে ম্যাজিক শো দেখতে উপচে পড়ে। মুর্শিদাবাদ জেলার কান্দি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে চলছে ম্যাজিক শো। কান্দি শহরবাসীর কথা মাথায় রেখে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে নিয়ে আসা হয়েছে ম্যাজিশিয়ানকে। ম্যাজিক শো চলাকালীন মঞ্চটা হয়ে যায় হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের মতোই। এক মহিলাকে বিছানায় শুইয়ে বৈদ্যুতিক করাত দিয়ে তাঁর পেট বরাবর দু’খানা করে দিলেন জাদুকর। দু’ভাগ শরীরের মাঝখানে ধাতুর পাত রেখে দেখানো হল সত্যিই তিনি দ্বিখণ্ডিত। তার পর সরিয়ে নেওয়া হল ধাতব পাত। জাদুকর হাত নাড়তে লাগলেন। ধীরে ধীরে চোখ খুললেন মহিলা।
advertisement
আরও পড়ুন: সরছে বিএসএফের আউট পোস্ট, আনন্দে আত্মহারা কৃষকরা
advertisement
জাদুকর বিছানা থেকে তাঁকে তুলে হাত ধরে নিয়ে এলেন মঞ্চের সামনে। মহিলা জীবিত। এমন সব চোখ ধাঁদানো জাদু দেখে খুশি সাধারণ মানুষজন। জাদু একটি পারফরমিং আর্ট বা পরিবেশনমূলক শিল্প। সম্পূর্ণ প্রাকৃতিক উপায় ও উপকরণ ব্যবহার করে অসম্ভব বিভ্রম বা আপাত দৃষ্টিতে অতিপ্রাকৃত ঘটনার জন্ম দেওয়ার মাধ্যমে দর্শক-শ্রোতাদের আনন্দ দেয় জাদু। এগুলোকে জাদুর কৌশল, বিভিন্ন এফেক্ট বা বিভ্রম হিসেবে আখ্যায়িত করা যেতে পারে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 18, 2024 4:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Magic Show: আস্ত মানুষকে কেটে ফেলা হচ্ছে, শূন্যে ভাসছেন মহিলা! হচ্ছেটা কী?






