Home /News /south-bengal /
মনোনয়ন জমায় বাধা, বাঁকুড়ায় সিপিআইএমের সুজন চক্রবর্তীর মিছিলে হামলা

মনোনয়ন জমায় বাধা, বাঁকুড়ায় সিপিআইএমের সুজন চক্রবর্তীর মিছিলে হামলা

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

 • Share this:

  #কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশ নিয়ে অশান্তি অব্যাহত। শাসক-বিরোধী দ্বন্দ্বে উত্তরের মালবাজার থেকে দক্ষিণের ভাঙড় পর্যন্ত সংঘর্ষের ছবি প্রতিদিনের খবর। মনোনয়ন পেশের ষষ্ঠ দিনেও বদলাল না ছবি ৷ বাঁকুড়ায় সিপিআইএমের সুজন চক্রবর্তীর নেতৃত্বে বেরনো মিছিলে এদিন হামলা চালায় দুষ্কৃতিরা ৷

  শনিবার সকালে হামলা এড়াতেই সুজন চক্রবর্তীর নেতৃত্বেই মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন সিপিআইএম কর্মীরা ৷ এসডিও অফিসে পৌঁছনোর ঠিক আগে লাঠি, বাঁশ নিয়ে মিছিলের উপর চড়াও হয় দুষ্কৃতিরা ৷ এলোপাথারি লাঠি ও বাঁশের বাড়ি খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল ৷ আহত হন সুজন চক্রবর্তী সহ সিপিআইএম কর্মীরা ৷ হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও মাথায় হেলমেট পড়ে হামলা চালানোয় দুষ্কৃতিদের কাউকেই চিহ্নিত করা যায়নি ৷

  গতকাল পুরুলিয়ায় সিপিআইএম-এর মিছিলে হামলা চালায় দুষ্কৃতিরা ৷ আক্রান্ত হন প্রাক্তন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় হামলার মুখে পড়েন তারা। বুকে আঘাত পান বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেববাবু। পুরুলিয়া হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মাথা ফাটে কয়েকজন সিপিএম কর্মীর।

  First published:

  Tags: CPiM Rally, Panchayat Election, Panchayat Election 2018, Panchayat Election Nomination, Panchayat Election nomination file, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election

  পরবর্তী খবর