রাতের অন্ধকারে ২ স্টেট ব্যাঙ্কের ATM ভাঙচুর, টাকা লুঠ, CCTV ফুটেজ-এ চাঞ্চল্য
- Published by:Pooja Basu
- Reported by:PANKAJ DASHRATHI
Last Updated:
অপরদিকে সেই রামনগর থানার দেউলী হাটে একই কায়দায় এটিএম ভেঙে এবং গ্যাস কাটার দিয়ে কেটে লুঠপাট চালায়। যদিও বা দুটি এটিএম-এ কত টাকা ছিল তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।
পূর্ব মেদিনীপুর: রামনগর থানার অধীনে বালিসাই বাজারে গতকাল রাত আড়াইটার নাগাদ একটি স্করপিও গাড়ি করে আসে৷ সিসিটিভ ফুটেজে লক্ষ্য করা যায় সাদা পোশাক পড়া ওই দুষ্কৃতী কারীরা বালিসাই বাজারের সামনে গাড়িটিকে দাঁড় করিয়ে এটিএম এর সামনে থাকা সিসি ক্যামেরায় গ্লাসের উপরে দিয়ে রং স্প্রে করে দেয় যাতে করে দুষ্কৃতীদের পুলিশ চিনতে না পারে।
অপরদিকে সেই রামনগর থানার দেউলী হাটে একই কায়দায় এটিএম ভেঙে এবং গ্যাস কাটার দিয়ে কেটে লুঠপাট চালায়। যদিও বা দুটি এটিএম-এ কত টাকা ছিল তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। রামনগর থানা সূত্রে জানা গেছে এটিএম-এর মূল সংস্থা মুম্বই থেকে খোঁজ নিয়ে দুটি এটিএমে কত টাকা ছিল পরে জানা যাবে বলে জানানো হয়।
advertisement
advertisement
বেশ কয়েক মাস আগে রামনগর বাজারে এটিএম ভেঙে গ্যাস কাটার দিয়ে কেটে লুঠপাট চালিয়েছিল দুষ্কৃতীরা৷ পরবর্তীকালে বারাসত থেকে দুই ব্যক্তিকে আটক করে রামনগর থানা পুলিশ। তার ঠিক কয়েক মাস পরেই ফের দুটি এটিএম ভেঙে গ্যাস কাটার দিয়ে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। এ নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
স্থানীয় মানুষজন জানায় বালিসাই বাজার একটি বড় ব্যবসায়ী কেন্দ্র রাত্রে পুলিশের টহলদারি থাকলেও এটিএমে নজরদারির জন্য কোন সুরক্ষা নেই৷ তাই এ ধরনের ঘটনা ঘটেছে বলে তারা জানান৷ তবে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা ফুটে সামনে এসেছে।
পঙ্কজ দাশ রথী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2025 2:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে ২ স্টেট ব্যাঙ্কের ATM ভাঙচুর, টাকা লুঠ, CCTV ফুটেজ-এ চাঞ্চল্য