প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের দিন বদলির দাবি
Last Updated:
#বর্ধমান: প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং দিনই বদলির দাবি নিয়ে ধর্ণায় বসলেন একদল প্রাথমিক স্কুলের শিক্ষক। বৃহস্পতিবার থেকে বর্ধমানের পৌর উচ্চ বিদ্যালয়ের নতুন শিক্ষকের নিয়োগের জন্য কাউন্সেলিং শুরু হয়েছে। এদিনই একদল শিক্ষক শিক্ষিকা বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ের সামনে বদলির দাবীতে ধর্ণায় বসেছেন।
ধর্ণাকারী শিক্ষকদের দাবী, ২০১০ সালে তাদের প্রাথমিক স্কুলের শিক্ষক পদে নিয়োগ করা হয়। তাদের বাড়ি থেকে কর্মস্থল বা স্কুলের দূরত্ব কারোর ১৫০ কিলোমিটার আবার কারোর দূরত্ব ২০০ কিলোমিটার। দীর্ঘ সাত বছর ধরে তারা এই ভাবেই দীর্ঘ পথ যাতায়াত করে শিক্ষকতা করে যাচ্ছেন। বারে বারে তারা দপ্তরের বিভিন্ন বিভাগে বাড়ির কাছে বদলির জন্য আবেদন করেছেন। কিন্তু উত্তরে শুকনো আশ্বাস ছাড়া কিছু মেলে নি।
advertisement
সেই জন্য এদিন তাঁরা পৌর উচ্চ বিদ্যালয়ের সামনে বদলীর দাবীতে ধরনায় বসেন। তারা জানান, প্রায় ৪৫০ শিক্ষক শিক্ষিকা এই ভাবে সাত বছর ধরে চাকরি করছেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2017 7:33 PM IST