Bangla Video: ১৫০'টি নতুন সিসিটিভি, বাড়ছে নিরাপত্তা রক্ষী! এবার নিরাপত্তায় আরও সজাগ জেলা হাসপাতাল
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Bangla Video:১৫০'টি নতুন সিসিটিভি বসানোর জন্য ইতিমধ্যেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন জানানো হয়েছে
পশ্চিম বর্ধমান: নিরাপত্তার শক্ত বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে আসানসোল জেলা হাসপাতালকে। আরজি কর কান্ডের পর থেকে হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। এমন অবস্থায় আসানসোল জেলা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। বসছে আরও প্রচুর সংখ্যক সিসিটিভি। হাসপাতালের নিরাপত্তার জন্য থাকছেন বাড়তি নিরাপত্তা রক্ষী।
জানা গিয়েছে, আসানসোল জেলা হাসপাতালের পুরানো ভবন এবং নতুন ভবনে নিরাপত্তার খাতিরে আরও সিসিটিভি বসানো হবে। আরও ১৫০’টি নতুন সিসিটিভি বসানোর জন্য ইতিমধ্যেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন জানানো হয়েছে। কোথায় কোথায় সিসিটিভির প্রয়োজন আছে, তা ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। অন্যদিকে জেলা হাসপাতালে নিরাপত্তার জন্য আরও ২৪ জন নিরাপত্তা রক্ষী চেয়ে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: নামিদামি স্কুল, কলেজ, হাসপাতাল সব রয়েছে, শুধু রাস্তার এই হাল! কোথায় দেখুন
এছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, চিকিৎসা কর্মী, বিশেষ করে মহিলা কর্মীদের জন্য রেস্টরুমগুলিকে আরও উন্নত করা হচ্ছে। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে জেলা হাসপাতালে নজরদারি বৃদ্ধি করেছে জেলা পুলিশ। বর্তমানে রাত্রিবেলায় কমপক্ষে চারবার জেলা হাসপাতাল চত্বর টহল দিচ্ছেন পুলিশের কর্মীরা। পাশাপাশি, হাসপাতাল চত্বরে গড়ে তোলা হয়েছে পুলিশ ক্যাম্প। সেখানেও কর্মরত পুলিশকর্মীদের সংখ্যা বাড়ানোর আবেদন জানানো হয়েছে। সম্মতি মিলেছে তাতেও।
advertisement
advertisement
এ বিষয়ে জেলা হাসপাতালে সুপার নিখিল চন্দ্র দাস বলছেন, হাসপাতাল জুড়ে আগে থেকেই একাধিক সিসিটিভি ক্যামেরায় রয়েছে। নিরাপত্তাকর্মীরা রয়েছেন তা আরও বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে আসানসোল জেলা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এখন আরও মজবুত।
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2024 3:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: ১৫০'টি নতুন সিসিটিভি, বাড়ছে নিরাপত্তা রক্ষী! এবার নিরাপত্তায় আরও সজাগ জেলা হাসপাতাল