শতবর্ষ উপলক্ষ্যে এবার হেমন্ত মুখোপাধ্যায়ের গ্রামের পুজো মণ্ডপে বাজবে শুধু তাঁরই গান

Last Updated:

ঝোপঝাড়ে ঢাকা পড়েছে পৈতৃক দালান। একপাশে তবুও বাড়ির কিছু কিছু অংশ মুখ তুলে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টায়। এখানে মুছে যাওয়া দিনগুলো বারবার পিছু ডাকে..

#বহড়ু: ঋতু বদলায়। তবে এখানে সারা বছরই হেমন্তকাল। শারদীয়া সুরে হেমন্তের গুনগুন। আসলে বাংলা গানে যাঁর গলা ঝড়ের ঠিকানা দেখিয়েছিল, সেই হেমন্ত মুখোপাধ্যায়কে এই গ্রাম পেয়েছে ঘরের ছেলে হিসেবেই। দক্ষিণ ২৪ পরগনার বহড়ু। এই বছর হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ। তাই গ্রামের পুজো মণ্ডপের মাইকে ষষ্ঠী থেকে দশমী শুধু তিনিই তিনি।
ঝোপঝাড়ে ঢাকা পড়েছে পৈতৃক দালান। একপাশে তবুও বাড়ির কিছু কিছু অংশ মুখ তুলে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টায়। এখানে মুছে যাওয়া দিনগুলো বারবার পিছু ডাকে..
দক্ষিণ ২৪ পরগনার বহড়ুর দক্ষিণ পাড়া। মুখার্জি বাড়ি বলতে এতটুকুই বেঁচে আছে। এখানে শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই হেমন্ত। শরতেও এখানে হেমন্তের গুনগুন..
advertisement
বহড়ু হেমন্ত মুখোপাধ্যায়কে পেয়েছে ঘরের ছেলে করে। এই গ্রামেই তো হেমন্তের পৈতৃক ভিটে। বাড়িটা বেঁচে আছে অস্তিত্বের লড়াইয়ে। তাতে অবশ্য গৌরব কমেনি গ্রামের। পেঁজা তুলোর মেঘে, আকাশে বাতাসে হেমন্ত মুখোপাধ্যায় জড়িয়ে আছেন। পারিবারিক দোলমঞ্চ থেকে ঠাকুরঘর, সব মলিন ঢেকে উজ্জ্বল হেমন্ত মুখোপাধ্যায়। পথ চাওয়াতেই আনন্দ পায় হেমন্তের গ্রাম।
advertisement
মামার বাড়ি বারাণসীতে। সেখানেই জন্মেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। পড়াশোনা, বড় হওয়া কলকাতায়। তবে পৈতৃক ভিটেকে কখনও ভোলেননি কিংবদন্তী শিল্পী। জীবনের শেষদিন পর্যন্ত মনে করতেন গ্রামের কথা। মাঝেমাঝেই আসতেন। পাত পেড়ে খেতেন। গ্রামের মানুষ আজও হেমন্ত মুখোপাধ্যায়কে ভোলেননি।
পুজো এসেছে। এবছর আবার হেমন্তের জন্ম শতবর্ষ। দুই আনন্দ একসঙ্গে মিলেমিশে একাকার। হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিতে তাঁর মূ্র্তি তৈরির দাবি জানিয়েছে বহড়ু।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শতবর্ষ উপলক্ষ্যে এবার হেমন্ত মুখোপাধ্যায়ের গ্রামের পুজো মণ্ডপে বাজবে শুধু তাঁরই গান
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement