Netaji Subhas Chandra Bose: নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন! রাস্তার নামকরণ হল তাঁর নামে!

Last Updated:

দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার নামে হল রাস্তার নামকরণ। আর এই নামকরণ হয় পুরুলিয়ার কাশীপুরে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবাবেগকে বাঁচিয়ে রাখতে সম্প্রতি 'সুভাষচন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতি' গঠন হয়।

নেতাজির নামে হল রাস্তার নামকরণ
নেতাজির নামে হল রাস্তার নামকরণ
পুরুলিয়া: দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার নামে হল রাস্তার নামকরণ। আর এই নামকরণ হয় পুরুলিয়ার কাশীপুরে। ১৯৩৯ সালের ৯ ডিসেম্বর পরাধীন ভারতের সাবেক মানভূমে পা রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় তিনি কাশিপুরের চকবাজারে সভা করে ছিলেন। সেই ঘটনাকে চির স্মরণীয় করে রাখতে সুভাষচন্দ্র বসু যে পথ ধরে চকবাজারে পৌঁছেছিলেন, অর্থাৎ কাশিপুর রাজবাড়ি মোড় থেকে চকবাজার পর্যন্ত রাস্তাটির নামকরণ করা হয় ‘নেতাজি সুভাষ সরণী’ ,ও চকবাজারের নামকরণ করা হয় ‘নেতাজি চক’। পুরুলিয়ার কাশিপুরে এই নামগুলি ঘোষণা করে তা রূপায়ণ করা হয়। এইদিন ‘নেতাজি সুভাষ সরণী’ ও ‘নেতাজি চক’ এই দুটি ফলকের আবরণ উন্মোচন করেন সুভাষচন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবাবেগকে বাঁচিয়ে রাখতে সম্প্রতি ‘সুভাষচন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতি’ গঠন হয়। ইতিপূর্বে তারা কাশিপুর পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে নেতাজির নামে রাস্তার নামকরণের বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। আর পঞ্চায়েতের পক্ষ থেকে এই প্রস্তাব সাদরে গ্রহণ করা হয়। এ বিষয়ে কাশিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপককুমার বেলথরিয়া জানান, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে কাশিপুরের মানুষজনের আবেগের কথা মাথায় রেখে রাস্তা ও মোড়ের নামকরণ করা হল নেতাজির নামে। এই কাজে অংশগ্রহণ করতে পেরে আমরা আপ্লুত।
advertisement
advertisement
এ বিষয়ে সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, কাশিপুর গ্রাম পঞ্চায়েতের কাছে একটি প্রস্তাব দিয়েছিলাম। আমরা বলেছিলাম নেতাজির পদার্পনকে স্মরণ করার জন্য তাঁর নামে রাস্তা ও মোড়ের নামকরণ করা হোক। আমাদের প্রস্তাবে সাড়া দিয়ে কাশিপুর গ্রাম পঞ্চায়েত সেই কাজ করেছে। এর মধ্য দিয়ে শুধু দেশনায়ককে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে নেতাজির ভাবধারাকেও তুলে ধরা গেল।
advertisement
১৯৩৯ সালে ৯-ই ডসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু জ্বর গায়ে পুরুলিয়ায় মোট ৩০ টি সভা করেছিলেন। এইদিন সেইসব এলাকায় নেতাজির স্মরণে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিন নেতাজি স্মরণে প্রভাতফেরি ও অনুষ্ঠান হয় শহর পুরুলিয়ার জুবিলি ময়দান , হুটমুড়া , লক্ষণপুর , আদ্রার পলাশকোলা , আনাড়া , জয়পুর , ঝালদা, তুলিন। সুভাষচন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতি এই অনুষ্ঠানে আজয়ন করে ছিল। নেতাজির ভাবধারাকে বাঁচিয়ে রাখতে এই সংগঠন সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Netaji Subhas Chandra Bose: নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন! রাস্তার নামকরণ হল তাঁর নামে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement