Birbhum News: বাঁশের ধামা-কুলো তো ব্যবহার করেছেন, জানেন কীভাবে তৈরি হয় এ সব জিনিস?
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
অত্যাধুনিক জিনিসের প্রাধান্য বেড়েছে বর্তমানে, হারিয়ে যেতে বসেছে বাঁশের সামগ্রী। মহাজনরা বরাত দিয়ে গেলও নিজের কষ্টের উপযুক্ত পারিশ্রমিক মেলেনা শিল্পীদের।
বীরভূম: একসময় তাঁদের তৈরি বাঁশের উপকরণের সারা বছর জুড়েই বেশ চাহিদা ছিল।বিশেষ করে ছটপুজোর আগে বাঁশের তৈরি ঝুড়ি ,ডালির চাহিদাও থাকত তুঙ্গে। উপার্জনও হত ভালো। কিন্তু বর্তমানে বাঁশের তৈরি সামগ্রীর সেরকম আর চাহিদা নেই। ফলে মন খারাপ বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভার ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের আমচুয়া গ্রামের হস্তশিল্পীদের। আগে বাঁশের তৈরি ডালি, ঝুড়ি ও অন্যান্য জিনিসের যথেষ্ট ব্যবহার ছিল। কিন্তু বর্তমানে বাঁশের তৈরি জিনিসের জায়গা দখল করে নিয়েছে ধাতুর তৈরি উপকরণ। ফলে নিজেদের পেশা নিয়ে হতাশ হয়ে পড়েছেন শিল্পিরা।
হস্তশিল্প ব্যবসায়ী শম্ভু দলুই আমাদের জানান একটি সময় বাঁশের তৈরি ধামা-কুলো বিক্রির চাহিদা ছিল তুঙ্গে তবে বর্তমানে অত্যাধুনিক জিনিসের ফলে বাঁশের ধামা-কুলোর চাহিদা একদম নেই বললেই চলে। শিল্পী শুধুমাত্র বাঁশ এবং আঠা দিয়ে ধামা-কুলো থেকে শুরু করে ঝুড়ি,চেয়ার,খাট, দোলনা বিভিন্ন জিনিস বানিয়ে থাকেন। তবে এইসব জিনিস বানালেও তার চাহিদা নেই একদম। যে সমস্ত জিনিসের দাম ৫ হাজার টাকা হওয়া প্রয়োজন সেই সমস্ত জিনিস ৫০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে ফলে আর্থিক সংকটে দিন কাটছে তাদের।
advertisement
advertisement
ওই পাড়ায় বেশ কয়েকটি পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। বর্ষায় তাঁরা চাষাবাদ করলেও, বাড়ির ছেলেমেয়েরা সবাই বছরভর বাঁশের সামগ্রী তৈরি করেন। সারা বছরই পুজো-সহ নানা কাজের জন্য বিভিন্ন মাপের ঝুড়ি, কুলো, ফুলের সাজি প্রভৃতির খুব কম চাহিদা থাকে। এই কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ধুলা মুর্মু। তিনি জানান, এলাকায় এসে মহাজনেরা কাজের বরাত দিয়ে যান। সেই মত সামগ্রী তৈরি করেন তাঁরা। আবার অনেক সময় নিজেদের মত করেও সামগ্রী তৈরি করা হয়। তবে মহাজনরা বরাত দিয়ে গেলও নিজের কষ্টের উপযুক্ত পারিশ্রমিক মেলেনা তাদের।তবে দুর্গাপুজোর সময়ে বেশ কিছুটা চাহিদা থাকে।
advertisement
তবে বর্তমানে যারা এই পেশা সঙ্গে যুক্ত রয়েছে তাদের পূর্ব পুরুষেরা এই পেশার সঙ্গে বহুদিন ধরে যুক্ত ছিলেন আর সেই কারণেই এই পেশাকে ছাড়তে পারছেন না শিল্পীরা।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
তাই তারা চায় সরকার আর্থিক সাহায্য করে বা অন্য কোনওভাবে তাদের পাশে এসে দাঁড়াক।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2024 3:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বাঁশের ধামা-কুলো তো ব্যবহার করেছেন, জানেন কীভাবে তৈরি হয় এ সব জিনিস?