Nadia News: অভাবের তাড়নায় খাতা পেন্সিল নিয়ে রানাঘাট স্টেশনেই বসে পড়ছে যুবক! তারপর

Last Updated:

Nadia News: অভাবের সংসারেও ছবি আঁকায় হাল ছাড়েনি নদিয়ার বিজয়। সময় পেলেই রেলওয়ে স্টেশনে বসে অসাধারণ ছবি আঁকেন তিনি। স্বপ্ন ছবি আঁকার স্কুল খোলার।

+
প্লাটফর্মের

প্লাটফর্মের ওপর বসেই ক্যানভাসে ছবি আঁকছে বিজয়

রানাঘাট: অভাবের সংসারেও ছবি আঁকায় হাল ছাড়েনি নদিয়ার বিজয়। সময় পেলেই রেলওয়ে স্টেশনে বসে অসাধারণ ছবি আঁকেন তিনি। স্বপ্ন ছবি আঁকার স্কুল খোলার। নদিয়ার রানাঘাট স্টেশনে সন্ধ্যায় প্রায়শই একটি ছেলেকে ছবি আঁকতে দেখা যায়। তার পেন্সিলের ছোঁয়ায় উঠে আসছে এমন এক অসাধারণ ছবি যা অনেকেরই কল্পনার বাইরে। বলা যেতে পারে মা সরস্বতীর আশীর্বাদ তার হাতে।
সেই রকমই চিত্র ধরা পড়ল নদিয়ার রানাঘাট স্টেশনে। তার হাতের পেন্সিলের ছোঁয়ায় উঠে আসছে এক এক রকমের ছবি। তারই হাতের পেন্সিলের ছোঁয়ায় কখনও একজন মানুষকে জীবন্ত করে তুলছে। তার ড্রইং সিটে একের পর এক ছবিতে দেখা যাচ্ছে একজন মানুষ কিভাবে চলছে বা কিভাবে হাঁটছে বা কিভাবে বসে আছে সেই চিত্রই ফুটিয়ে তুলছে নিজের ক্যানভাসে বছর একুশের বিজয় পাল।
advertisement
শিল্পী বিজয় পালের বাড়ি নদিয়ার পায়রাডাঙ্গার বৈদ্যপুরে। বাবা পেশায় কৃষক। তার বাবার নাম ভজন পাল মা রিনা পাল। বড়ই অভাবের সংসার তাদের। তার স্বপ্ন সে একদিন বড় ছবি আঁকার স্কুল তৈরি করবে সে। আঁকার স্কুল করেই সে সংসারকে চালাবে এবং বাবা ও মা কে সাহায্য করবে।
advertisement
advertisement
রানাঘাটের পথ চলতি মানুষেরা এবং ট্রেনের নিত্যযাত্রীরা অনেকেই যাওয়া আসার সময় দেখতে পান বিজয়কে। তাদের মধ্যে অনেকেই কর্ম ব্যস্ততার জীবনের মধ্যেও খানিকক্ষণ সময় বের করে বিজয়ের আঁকা ছবি মুগ্ধ হয়ে দেখতে থাকেন। আর এটিই শিল্পীর সার্থকতা বলে জানায় বিজয়!
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: অভাবের তাড়নায় খাতা পেন্সিল নিয়ে রানাঘাট স্টেশনেই বসে পড়ছে যুবক! তারপর
Next Article
advertisement
West Bengal Weather Update: পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ, বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে
পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ, বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে
  • পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ

  • বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement