ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!

Last Updated:

বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পালের তৈরি দুর্গা প্রতিমা এবার পাড়ি জমাচ্ছে সুদূর কানাডায়।

প্রথমবার বিদেশে দুর্গামূর্তি পাঠালেন শিল্পী সিদ্ধার্থ পাল৷
প্রথমবার বিদেশে দুর্গামূর্তি পাঠালেন শিল্পী সিদ্ধার্থ পাল৷
বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি। একচালার মা দুর্গার মূর্তি। বাহন সহ কার্তিক, গনেশ,লক্ষ্মী, সরস্বতী। পিছনে চালচিত্র। তবে সবটাই তৈরি করা হয়েছে পরিবহণ খরচ যাতে বেশি না হয় সেই বিষয়টি ভাবনায় রেখে।
বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পালের তৈরি দুর্গা প্রতিমা এবার পাড়ি জমাচ্ছে সুদূর কানাডায়। দিন রাত এক করে মাত্র বাইশ দিনে প্রতিমাটি গড়েছেন শিল্পী সিদ্ধার্থ পাল এবং স্ত্রী তন্দ্রা পাল। নিখুঁত শিল্প অবাক করছে ছোট্ট প্রতিমায়। ফ্রেম সহ প্রতিমার ওজন  প্রায় আড়াই কেজি।
আর হাতে গোনা কয়েকটি দিন। তারপরই বাঙালির বছরের সেরা শারদোৎসব। এর মধ্যেই বর্ধমান থেকে কানাডার অন্টরিও-র উদ্দেশ্যে পাড়ি দিল বর্ধমানের মৃৎশিল্পীর হাতে তৈরী দুর্গা প্রতিমা। ৪-৬ মিলিমিটার পুরু, ফাইবার গ্লাসের তৈরি দুর্গাপ্রতিমা, ৩০ ইঞ্চি চওড়া এবং ২০ ইঞ্চি লম্বা। শিল্পী সিদ্ধার্থ পাল জানিয়েছেন, নদিয়ার শান্তিপুরে তাঁর এক আত্মীয় কানাডায় পোশাক রফতানি করেন। সেই সূত্রেই অর্ডার পাওয়া। এরপর উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে তাঁদের মতামতকে অগ্রাধিকার দিয়ে এই প্রতিমা তৈরি করেছেন তিনি।
advertisement
advertisement
অন্য কাজ বন্ধ করে এই প্রতিমা গড়েছেন দিন রাত এক করে। প্রথমে মাটির মূর্তি গড়ে দেখান পুজোর উদ্যোক্তাদের। সেখান থেকে সবুজ সঙ্কেত আসার পর মাটির মূর্তির উপরে প্ল্যাস্টার অফ প্যারিসের ছাঁচ বা ডাইস করা হয়। এরপর ফাইবার গ্লাসে ঢেলে তৈরি করা হয়েছে এই প্রতিমা। এরপর রং ও অন্যান্য সূক্ষ্ম নকশা করা হয়েছে।
advertisement
সিদ্ধার্থ পাল পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় কাজ করেছেন। কিন্তু বিদেশে দুর্গা প্রতিমা পাঠানো তাঁর এই প্রথম। তিনি জানিয়েছেন, এর আগে  নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement