Durga Puja 2024: কচুরিপানার আঁশ দিয়ে শিল্পী তৈরি করলেন ১ ইঞ্চির দুর্গা প্রতিমা!
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Sipra Roy
Last Updated:
কচুরিপানার আঁশ দিয়ে ব্যারাকপুর পলতার দেবপ্রসাদ মালাকার তৈরি করলেন ১ ইঞ্চির দুর্গা প্রতিমা। প্রতিবছর দেবীর মর্তে আগমনের আগে বিভিন্ন জিনিসের উপর দুর্গা প্রতিমা তৈরি করেন এই শিল্পী।
উত্তর ২৪ পরগনা: কচুরিপানা দিয়ে ফুটে উঠেছে ১ ইঞ্চির দুর্গা প্রতিমা! শিল্পীর এমন দক্ষতায় রীতিমত অবাক সকলে। আঁকা শেখার পাশাপাশি ছোটবেলা থেকেই ছিল মাটির মূর্তি তৈরির শখ। আর্ট কলেজ থেকে স্নাতক হওয়ার পর সেই শখ বদলায় মিনিয়েচারে। ২৪ বছর আগে প্রথমবার উমার আগমনের সময় মাটির মিনিয়েচার প্রতিমা তৈরি করেছিলেন ব্যারাকপুর পলতার দেবপ্রসাদ মালাকার। তারপর থেকেই প্রতিবছর দেবীর মর্তে আগমনের আগে বিভিন্ন জিনিসের উপর দুর্গা প্রতিমা তৈরি করেন এই শিল্পী।
এ বছর তাই কচুরিপানার আঁশ দিয়ে তৈরি করেছেন ক্ষুদ্র মা দুর্গার প্রতিমা। সোশ্যাল মিডিয়ায় দেখা কচুরিপানা শুকিয়ে আঁশ বার করে তৈরি হচ্ছে শাড়ি। সেই থেকেই মাথায় আসে অভিনব এই উপকরণ দিয়েই প্রতিমা তৈরির চিন্তা। প্রায় ১২ থেকে ১৫ দিনের চেষ্টায় অবশেষে ফুটিয়ে তুলেছেন নিজের এই শিল্প সৃষ্টি। ১ ইঞ্চির পুরো প্রতিমাই তৈরি হয়েছে কচুরিপানার আঁশ ব্যবহার করে। পাশাপাশি শিল্পী ছয় ইঞ্চি, আট ইঞ্চির প্রতিমা তৈরি করেছেন, যা বিদেশেও পাড়ি দিয়েছে। এছাড়াও সার্বজনীন পূজোর প্রতিমা থেকে মণ্ডপ শয্যার নানা শিল্প কর্মও শিল্পী ফুটিয়ে তোলেন বলেও জানান।
advertisement
advertisement
আরও পড়ুন: সুন্দরবনের নবম শ্রেণির ছাত্রের হাতে ফুটে উঠছে প্রতিমা! পৌঁছে যাচ্ছে এলাকার মন্ডপে মন্ডপে
পেশা বলতে অ্যানিমেশনের কাজ ও আঁকা শেখানো। তবে প্রতিবছর পূজোর আগে নানা জিনিস ব্যবহার করে এভাবেই মিনিয়েচার মাতৃ প্রতিমা তৈরি করেন সখে। তার এই মিনিয়েচার আর্ট নিয়ে বহুবার বহু জায়গায় এক্সিবিশনও হয়েছে, এমনকি দুর্গাপুজোর সময় বহু মণ্ডপে গিয়েও তিনি তার তৈরি এই নানা ধরনের ক্ষুদ্র দুর্গা প্রতিমার প্রদর্শনী করেছেন। সরকারের তরফ থেকেও মিলেছে শিল্প সৃষ্টির স্বীকৃতি। এ বছরও যদি কোন পুজো কমিটি তার এই শিল্প সৃষ্টির প্রতিভা গুলিকে তুলে ধরতে চান, তবে তিনি আগ্রহী বলেও জানান শিল্পী দেবপ্রসাদ। এখন শখের তৈরি এই ১ ইঞ্চির দুর্গা প্রতিমা দেখতেই জমছে বহু মানুষের ভিড়। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল এই ক্ষুদ্র কচুরিপানার দুর্গা প্রতিমার ছবি।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 07, 2024 4:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: কচুরিপানার আঁশ দিয়ে শিল্পী তৈরি করলেন ১ ইঞ্চির দুর্গা প্রতিমা!







