Operation Sindoor Revenge: উরির হামালায় গেছে ছেলে গঙ্গাধরের প্রাণ, সন্তান হারানোর জ্বালায় প্রলেপ দিয়েছে অপরেশন সিঁদুর

Last Updated:

পেহেলগ্রাম ঘটনার পর ভারতীয় সৈনিকরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, এই ঘটনার পূর্ণ সমর্থন জানাল শহীদ পরিবার

+
জঙ্গি

জঙ্গি দমনে বুকের জ্বালা মিটছে শহীদ পরিবারে

হাওড়া: কয়েক দিন ধরে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস এবং পাকিস্তানের প্রত্যাঘাতের জবাব দিয়েছে ভারত৷ এই প্রত্যাঘাতকে পূর্ণ সমর্থন জানালেন উরি হামলায় নিহত সেনা গঙ্গাধর দলুই এর মা-বাবা৷
২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরির সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ নিহত হন হাওড়ারই জগৎবল্লভপুরের যমুনা বালিয়া গ্রামের গঙ্গাধর দলুই-সহ ১৯ জন জওয়ান৷ গঙ্গাধর বিহার রেজিমেন্টের সদস্য ছিলেন৷ বর্তমানে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতে ভারতীয় সেনাদের দ্বারা একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংসের মত ঘটনা কিছুটা বুকের যন্ত্রণা কম করার মত এমনটাই জানালেন গঙ্গাধর দলুই-এর পরিবার৷ যমুনা বালিয়া থেকে কিছু দূরে নতুন বাড়ি তৈরি করেছেন ওঙ্কারনাথবাবু সেখানেই থাকেন তাঁরা,সেই বাড়ির নাম দিয়েছেন ‘শহিদ গঙ্গাধর ভবন’৷
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
ছেলের স্মৃতি বুকে আগলে দিন কাটানো গঙ্গাধরের বাবা ওঙ্কারনাথ দলুই বলেন, আমার ছেলেকে জঙ্গিরা যে ভাবে মেরেছে, তার যন্ত্রণা আমি বুঝি৷ এবার নিরীহ পর্যটকদেরও ওরা ছাড়ল না৷ এবারের ভারতের সেনা অভিযানে আমার পুত্র হারানোর যন্ত্রণার উপশম হয়েছে৷ এই পদক্ষেপের ফলে তাঁর ছেলের আত্মা নিশ্চিতভাবেই শান্তি পাবে বলেও জানান ওঙ্কারনাথবাবু৷
advertisement
ভারতীয় বাহিনীর এই অভিযান কিছুটা হলেও সন্তান হারানোর জ্বালায় প্রলেপ দিয়েছে বলে জানায় গঙ্গাধর দলুই-এর মা শিখা দলুই৷ এইভাবে সম্পূর্ণ রূপে জঙ্গি দমনে করলে আর কোনও মায়ের কোল খালি হবে না বলেও প্রত্যয়ের সুর শোনা গেল শিখা দলুই-এর কণ্ঠে৷
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Operation Sindoor Revenge: উরির হামালায় গেছে ছেলে গঙ্গাধরের প্রাণ, সন্তান হারানোর জ্বালায় প্রলেপ দিয়েছে অপরেশন সিঁদুর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement