ব্যারাকপুরে অর্জুনের 'সারথি' এবার কে? শিল্পাঞ্চলে লোকসভা ভােটের হাওয়া গরম
- Published by:Suman Majumder
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Arjun Singh: অর্জুন সিংয়ের প্রাপ্ত ভোট ছিল ৪,৭২,৯৯৪। অর্থাৎ ৪৩.৩২ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অর্জুন। দীনেশ ত্রিবেদী পেয়েছিলেন ৪১,৯৬ শতাংশ ভোট। তিনি পেয়েছিলেন ৪,৫৮,১৩৭টি ভোট।
ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার ১৫ নম্বর ব্যারাকপুর লোকসভা অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি লোকসভা কেন্দ্র। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন অর্জুন সিং। প্রতিপক্ষ ছিলেন তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী।
অর্জুন সিংয়ের প্রাপ্ত ভোট ছিল ৪,৭২,৯৯৪। অর্থাৎ ৪৩.৩২ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অর্জুন। দীনেশ ত্রিবেদী পেয়েছিলেন ৪১,৯৬ শতাংশ ভোট। তিনি পেয়েছিলেন ৪,৫৮,১৩৭টি ভোট।
আরও পড়ুন- ৫০ কিমি গতিতে হাওয়া, সোমবার একাধিক জেলায় ঝড়-বৃষ্টির হলুদ-কমলা অ্যালার্ট
অর্জুন সিংয়ের জয়ের ব্যবধান ছিল ১৪,৮৫৭ ভোট। কয়েক বছরের মধ্যেই সেই অর্জুন দল বদল করে চলে আসেন পুরনো দল তৃণমূল কংগ্রেসে।
advertisement
advertisement
এক নজরে ২০১৯ লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল দেখে নেব-
আমডাঙা- তৃণমূল কংগ্রেস ৯৮,৬৫৩,বিজেপি ৬২,০৮৭।
বীজপুর- তৃণমূল কংগ্রেস ৫১,০১৬,বিজেপি ৫৮,৯১২।
নৈহাটি- তৃণমূল কংগ্রেস ৬৪,৩৭৫, বিজেপি ৬৫,৬০১।
ভাটপাড়া- তৃণমূল কংগ্রেস ৩৪,৯৭৩, বিজেপি ৬৪,৬৮০।
জগদ্দল- তৃণমূল কংগ্রেস ৬৯,৩৬৯, বিজেপি ৭৭,৭৩৩।
নোয়াপাড়া- তৃণমূল কংগ্রেস ৭৮,৯৫৭, বিজেপি ৭৮,৪৩১।
ব্যারাকপুর- তৃণমূল কংগ্রেস ৬০,৫২৭, বিজেপি ৬৪,০৪৬।
advertisement
এহেন অর্জুন সিং বিজেপির টিকিটে জয়লাভ করার পর ২০২১ বিধানসভা নির্বাচনে খুব একটা বেগ পেতে হয়নি শাসক দলকে। সাত বিধানসভার মধ্যে ৬ বিধানসভা দখলে নেয় তৃণমূল কংগ্রেস।
এক নজরে দেখে নেব ২০২১ বিধানসভার ফলাফলের নিরিখে ব্যারাকপুর লোকসভার হালহকিকত-
আমডাঙা- তৃণমূল কংগ্রেস ৮৮,৯৩৫, বিজেপি ৬৩,৪৫৫।
বীজপুর- তৃণমূল কংগ্রেস ৬৬,৬২৫, বিজেপি ৫৩,২৭৮।
advertisement
নৈহাটি- তৃণমূল কংগ্রেস ৭৭,৭৫৩, বিজেপি ৫৮,৮৯৮।
ভাটপাড়া- তৃণমূল কংগ্রেস ৪৩,৫৫৭, বিজেপি ৫৭,২৪৪।
জগদ্দল- তৃণমূল কংগ্রেস ৮৭,০৩০, বিজেপি ৬৮,৬৬৬।
নোয়াপাড়া- তৃণমূল কংগ্রেস ৯৪,২০৩, বিজেপি ৬৭,৪৯৩।
ব্যারাকপুর- তৃণমূল কংগ্রেস ৬৮,৮৮৭, বিজেপি ৫৯,৬৬৫।
অর্থাৎ শুধু ভাটপাড়া বিধানসভায় জয় পায় বিজেপি প্রার্থী অর্জুন পুত্র পবন সিং। এই লোকসভায় বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৮,২৯১ ভোটে।
advertisement
আরও পড়ুন- ফলের মধ্যে থাকে এই ফল!শরীরে জলের ঘাটতি মেটায়,অ্যানিমিয়ার দূর করে ম্যাজিকের মতো
তবে শিল্পাঞ্চলে লোকসভা ভোটের হাওয়া ভিন্ন গতিতে বয়ে চলে৷ দীর্ঘদিন ধরে এই এলাকার সাথে পরিচিত অর্জূন সিং। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান৷ আর ২০১৯ সালে এই আসনে হেরে যাওয়ার পরে যে গতিতে কাজ করেছেন পার্থ ভৌমিক, এই দুইয়ের লড়াইয়ে জমজমাট ব্যারাকপুর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 19, 2024 4:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ব্যারাকপুরে অর্জুনের 'সারথি' এবার কে? শিল্পাঞ্চলে লোকসভা ভােটের হাওয়া গরম