Ariadaha Assault Case: সেজে বসে রইল কনে, বিয়ে করতেই এল না জায়ান্ট-এর শাগরেদ রাহুল! আড়িয়াদহে এ কী কাণ্ড?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
Ariadaha Assault Case: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আড়িয়াদহ ক্লাবের মধ্যে মহিলাকে ঝুলিয়ে গণপিটুনির ঘটনায় ইতিমধ্যেই জেল হেফাজতে আছেন জয়ন্ত সিং। সেই ‘জায়ান্ট’-এর ডান হাত রাহুল গুপ্তা। জয়ন্ত সিংকে গ্রেফতার করা গেলেও এখনও পলাতক রাহুল গুপ্তা। শুক্রবার ছিল রাহুলেরই বিয়ের অনুষ্ঠান।
তিন তলা বাড়ি সাজানো রং বেরঙের লাইট দিয়ে। ছাদে হয়েছে প্যাণ্ডেল। ভিতরে সুসজ্জিত ডেকোরেশন করে ফুল দিয়ে লেখা ‘‘ওয়েডিং সেরেমনি অফ রাহুল এন্ড তানিয়া’’, রাহুল-তানিয়ার বিয়ের অনু্ষ্ঠান। তবে এই বিয়ে হয়নি। কারণ, বর পলাতক। ধৃত জয়ন্ত সিংয়ের ডান হাত রাহুল গুপ্তা বিয়ের অনুষ্ঠানে ঠিক এমন কাণ্ডই ঘটেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আড়িয়াদহ ক্লাবের মধ্যে মহিলাকে ঝুলিয়ে গণপিটুনির ঘটনায় ইতিমধ্যেই জেল হেফাজতে আছেন জয়ন্ত সিং। সেই ‘জায়ান্ট’-এর ডান হাত রাহুল গুপ্তা। জয়ন্ত সিংকে গ্রেফতার করা গেলেও এখনও পলাতক রাহুল গুপ্তা। শুক্রবার ছিল রাহুলেরই বিয়ের অনুষ্ঠান।
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, আড়িয়াদহে মিলনীতে ছিল রাহুল গুপ্তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু ক্লাবের সদস্যদের দাবী কনে ও তার পরিবার এলেও আসেনি বর রাহুল। ফলে বিয়ে বন্ধ হয়ে গিয়েছে। খুলে ফেলা হয়েছে বিয়ের ডেকোরেশন। অবশ্য এ বিষয়ে ক্লাবের সদস্যদের বাইরে অন্য কেউ মুখ খোলেননি। রাহুলকে নিয়ে প্রশ্ন করলেই এড়িয়ে যাচ্ছেন প্রতিবেশীরাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2024 8:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ariadaha Assault Case: সেজে বসে রইল কনে, বিয়ে করতেই এল না জায়ান্ট-এর শাগরেদ রাহুল! আড়িয়াদহে এ কী কাণ্ড?