মায়ের শরীর খারাপ, জামিনের আর্জি আড়িয়াদহ কাণ্ডে অভিযুক্ত 'জায়ান্ট সিং'-এর! আতঙ্কিত অভিযোগকারিণী

Last Updated:

মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন জয়ন্ত সিং। আর আর এর জেরেই নিরাপত্তার অভাবে আতঙ্কে ভুগছে আড়িয়াদহে জয়ন্তর হাতে নিগৃহীত মহিলা।

এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানান, "হাইকোর্টের মামলার প্রেক্ষিতে নির্বাচন সংক্রান্ত মামলার প্রত্যুত্তর জমা দিতেই সোমবার হাইকোর্টে আসেন তৃণমূল সাংসদ। মামলায় হলফনামা দাখিল করেছেন তিনি।"
এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানান, "হাইকোর্টের মামলার প্রেক্ষিতে নির্বাচন সংক্রান্ত মামলার প্রত্যুত্তর জমা দিতেই সোমবার হাইকোর্টে আসেন তৃণমূল সাংসদ। মামলায় হলফনামা দাখিল করেছেন তিনি।"
সুবীর দে,আড়িয়াদহ: মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন জয়ন্ত সিং। আর আর এর জেরেই নিরাপত্তার অভাবে আতঙ্কে ভুগছে আড়িয়াদহে জয়ন্তর হাতে নিগৃহীত মহিলা।
জানা গিয়েছে, জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে জয়ন্ত সিং।মায়ের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছে সে। তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেই জামিনের আবেদন করা হয়েছে।
ইতিমধ্যেই মামলার সঙ্গে সংযুক্ত সব পক্ষকে নথি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষে। চলতি সপ্তাহেই শুনানির সম্ভবনা রয়েছে ।
advertisement
প্রসঙ্গত, আড়িয়াদহে দুই ব্যক্তি সহ এক মহিলাকে মারধরের ঘটনায় গত বছরের জুলাই মাসে গ্রেফতার হয় জয়ন্ত সিং ও তার শাগরেদরা।সেই মামলাতেই জামিনের আবেদন করা হয়েছে। আর জয়ন্ত সিংয়ের জামিনের এই আবেদনকে ঘিরে যথেষ্টই আতঙ্কিত আড়িয়াদহে আক্রান্ত ওই মহিলা।।আক্রান্ত মহিলার দাবি জেলে থাকা সত্ত্বেও জয়ন্ত সিং ও তার শাগরেদরা তাঁকে ও তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে।।জামিনে যদি জয়ন্ত সিং জেল থেকে বাইরে বেরিয়ে আসে।।তাহলে তার এবং তার পরিবারের কি হবে??তাই নিয়েই আতঙ্কিত মহিলা ও তার পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মায়ের শরীর খারাপ, জামিনের আর্জি আড়িয়াদহ কাণ্ডে অভিযুক্ত 'জায়ান্ট সিং'-এর! আতঙ্কিত অভিযোগকারিণী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement