Jhargram news: হাজির ৫ রাজ্যের প্রতিযোগীরা! তিরন্দাজির এত বড় ইভেন্ট আগে কখনও দেখেনি জঙ্গলমহল
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
ঝাড়গ্রামে প্রথম আয়োজিত হল ৫ রাজ্যকে নিয়ে তীরন্দাজি প্রতিযোগিতা
ঝাড়গ্রাম: মঙ্গলবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পরিচালনায় ও ওয়েস্ট বেঙ্গল আর্চার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে খেলো ইন্ডিয়া ওপেন জোনাল আর্চার টুর্নামেন্ট শুরু হয়। পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্য বাংলা, ঝাড়খন্ড, ওড়িশা, ছত্রিশগড়, বিহার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। পাঁচটি রাজ্যের মোট ১৮০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
মূলত জঙ্গলমহলের ছেলে মেয়েদের তীরন্দাজির প্রতি আকৃষ্ট করতে ঝাড়গ্রাম শহরে এই প্রথমবার আয়োজিত হল এত বড় ধরনের তীরন্দাজি প্রতিযোগিতা। দুদিন ধরে চলবে এই প্রতিযোগিতা। মঙ্গলবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে তীরন্দাজির রিকার্ব ইভেন্ট হয়। বুধবার প্রতিযোগীরা কম্পাউন্ড ইভেন্টে নামে প্রতিযোগীরা। এদিনের এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আইএএফ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল, মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, তীরন্দাজিতে অর্জুন পদক প্রাপ্ত খেলোয়াড় কৃষ্ণা দাস ঘটক সহ খেলার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিত্বরা।
advertisement
advertisement
রাজ্যের খেলাধুলার মানচিত্রে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি অফ ঝাড়গ্রাম ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। ২০১৮ সালে ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির যাত্রা শুরু হয়। অ্যাকাডেমির যাত্রা পথ শুরুর কয়েক বছরের মধ্যেই ৩৮ তম জাতীয় গেমসে বাংলার মুখ উজ্জ্বল করেন ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল সরকার। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বাস প্রকাশ করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন এই প্রতিযোগিতায় এসে ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির পুরো পরিকাঠামো ঘুরে দেখেন আইএএফ এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের এই আর্চারি প্রতিষ্ঠানে বর্তমানে ৪৯ জন আবাসিক ছাত্র-ছাত্রী রয়েছে।
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 12, 2025 2:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram news: হাজির ৫ রাজ্যের প্রতিযোগীরা! তিরন্দাজির এত বড় ইভেন্ট আগে কখনও দেখেনি জঙ্গলমহল