Hooghly news: লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন আরামবাগ ! ব্যাপক ক্ষতি তিল চাষে

Last Updated:

চাষিরা জমিতে তিল কেটে রেখেছিলেন ঘরে তুলে নিয়ে ‌যাওয়ার জন। শীলাবতীর জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গিয়েছে সেই সব।

+
লাগাতার

লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতি তিল চাষে

হুগলি: লাগাতার বৃষ্টির জেরে খালের জল উপচে জলমগ্ন গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েত এলাকার বহু গ্রামের চাষের জমি। পশ্চিমপাড়ার তারাজুলি খালের উপর বাঁশের সাঁকো ভেঙে হুগলির গোঘাটের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাঁকুড়ায় ব্যাপক বৃষ্টির জেরে গোঘাটের তারাজুলি ও রঙ্গবতী খালের জল উপচে বিস্তীর্ণ চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে।
এই দুই খাল পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদীতে মেশে। শীলাবতীর জল বাড়ায় এই দুই খালের জল ফুঁসে উঠেছে। এর ফলে যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি তিলচাষ ও সব্জি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিরা জমিতে তিল কেটে রেখেছিলেন ঘরে তুলে নিয়ে ‌যাওয়ার জন। সেইসব তিল জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গিয়েছে।
advertisement
advertisement
এদিকে আরামবাগের উপর দিয়ে যাওয়া দ্বারকেশ্বর নদের জলস্তর বাড়ায় মাইকিং শুরু করল আরামবাগ পুরসভা। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এছাড়া দ্বারকেশ্বর নদের উপর বিভিন্ন জায়গায় বাঁশের সেতু আগেভাগে খুলে নেওয়ার কাজ শুরু হয়েছে। লাগাতার বৃষ্টির যেভাবে নদীর জল বেড়েছে তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন জেলার চাষীরা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিশেষ করে এই সময় আরামবাগ এলাকায় প্রচুর পরিমাণে তিল চাষ হয়। সেই তিল কেটে মাঠে রাখা ছিল কিন্তু জলের স্রোতে সব তিল ভাসিয়ে নিয়ে চলে গেছে। বেশ কিছু কৃষক তাদের মাঠ থেকে তিল কাটার সময়তেই এমন প্রবল বর্ষা এবং বন্যা এসেছে। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে তিল চাষিরা।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন আরামবাগ ! ব্যাপক ক্ষতি তিল চাষে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement