সিপিআইএম কর্মীদের বুঝিয়ে সমস্যা মেটান, নয়তো চোখ বুজিয়ে দিন: অনুব্রত মন্ডল
Last Updated:
#নানুর: রাজ্যে ভোটের ঘণ্টা বেজে গিয়েছে ৷ তাই ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ কোন পথে উনিশের লড়াই ? তৃণমূল কংগ্রেসের টার্গেটই বা কী ? প্রার্থী তালিকা ঘোষণার দিনেই স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার বীরভূমের নানুরে জনসভা করেন অনুব্রত মণ্ডল ৷ সেই সভা থেকেই সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে তোপ দাগলেন অনুব্রত ৷
ভোটযুদ্ধের ময়দানে ফের চেনা মেজাজে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে ৷ আসন্ন লোকসভা নির্বাচনের লড়াইয়ে সিপিআইএম কর্মীদের দমাতে নয়া পন্থা নিলেন অনুব্রত ৷ দলীয় কর্মীদের উদ্দেশ্যে অনুব্রত বলেন, ‘গ্রামে সিপিএম কর্মীদের বোঝাও ৷ বুঝিয়ে সমস্যা মেটানোর চেষ্টা কর ৷ তা না হলে চোখ বুজিয়ে দাও ৷’ এই মন্তব্যের জেরেই আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2019 5:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিপিআইএম কর্মীদের বুঝিয়ে সমস্যা মেটান, নয়তো চোখ বুজিয়ে দিন: অনুব্রত মন্ডল