‘বোলপুর থেকে তাড়িয়ে দিয়েছি, যাদবপুরে একটাও ভোট পাবে না’, অনুুুপমকে আক্রমণ অনুব্রতের

Last Updated:
#বীরভূম: কেষ্টকাকু ! একসময় অনুব্রত মণ্ডলকে এভাবেই আদরের সুরে ডাকতেন অনুপম হাজরা ৷ কিন্তু ভোট রাজনীতিতে অনুপম-অনুব্রত বিতর্ক তুঙ্গে ৷
আগামী ১৯ মে সপ্তম দফার লোকসভা নির্বাচন দেশজুড়ে ৷ ভোটগ্রহণ হতে চলেছে যাদবপুরেও ৷ সোমবার সন্ধেতে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রহার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে বারুইপুরে জনসভা করেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ সেই জনসভা থেকেই অনুপম হাজরার বিরুদ্ধে তোপ দাগেন অনুব্রত মণ্ডল ৷ তিনি বলেন, ‘অনুপম হাজরা খুব বাজে ছেলে ৷ বোলপুর থেকে তাড়িয়ে দিয়েছি, এবার এখানে এসে দাঁড়িয়েছে ৷ ওই পাত্রে একটি ভোটও কেউ দেবেন না ৷ এবার কি হবে ? হেরে গিয়ে আবার কাকুর কাছে যেতে হবে ৷’
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই বীরভূমের তৃণমূল কার্যালয়ে গিয়ে অনুপম হাজরা দেখা করেন অনুব্রত মণ্ডলের সঙ্গে ৷ সেটি নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক ৷ যদিও সেই বিতর্ক নস্যাৎ করে অনুপম জানিয়েছিলেন, ‘এটি নিছকই একটি সৌজন্যমূলক সাক্ষাৎকার ৷ এই বিষয়টি নিয়ে দলের বিরূপ মন্তব্য থাকতেই পারে, তবে এটি আমাদের ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখবেই ৷’
advertisement
advertisement
পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও হুঁশিয়ারি দিলেন অনুব্রত ৷ তিনি বলেন, ‘যে কাজ করার সেটাই করুন, ভুল করলে ভুল ধরিয়ে দিন ৷ কিন্তু আপনারা বাড়াবাড়ি করলে ছেড়ে দেবোনা ৷ আমি কাউকে ভয় পাইনা ৷
অন্যদিকে, বারুইপুরের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যেও এদিন বার্তা দিলেন অনুব্রত ৷ ভোটের দিন ভোটারদের নকুলদানা খাওয়ানোর নিদান দিলেন বীরভূমের জেলা সভাপতি ৷ এদিন অনুব্রত ছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন বিধাসভার অধক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী লক্ষীরতন শুক্লা, বিধায়িকা বৈশালী ডালমিয়া ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘বোলপুর থেকে তাড়িয়ে দিয়েছি, যাদবপুরে একটাও ভোট পাবে না’, অনুুুপমকে আক্রমণ অনুব্রতের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement