বিকাশরঞ্জন ও মান্নানকে প্রকাশ্যে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি অনুব্রতর, হুঁশিয়ারি পুলিশকেও
Last Updated:
#বীরভূম: বোলপুরে সভাস্থলে তৃণমূলকর্মীকে মারধর ও তৃণমূল সমর্থকদের গাড়ি-বাইক ভাঙচুরের ঘটনায় প্রবল ক্ষুব্ধ জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রকাশ্যে পুলিশের সামনেই বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আবদুল মান্নানকে মেরে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেন অনুব্রত ৷ তাঁর রোষ থেকে বাদ যায়নি পুলিশও ৷
কৃষি জমি বাঁচাও রক্ষা কমিটির সভায় গোলমাল ও তৃণমূল কর্মীদের হেনস্থায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করায় ক্রুদ্ধ সভাপতি পুলিশকে হুঁশিয়ারি দেন ৷ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে পদক্ষেপের জন্য চুড়ান্ত সময়সীমাও বেঁধে দেন তিনি ৷ বলেন, ‘সন্ধে ৭টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে ৷ না হলে রাত ৯টার মধ্যে ঘরে ঢুকে যাব, বাড়িঘর সব গুঁড়িয়ে দেব ৷’ এখনও পর্যন্ত তৃণমূল কর্মীদের মারধর ও হেনস্থার ঘটনায় গ্রেফতারের সংখ্যা এক ৷
advertisement
বোলপুরের শিবপুর মৌজায় প্রথমে গীতাঞ্জলি আবাসন প্রকল্প, বিশ্ব বাংলা হাট ও বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের জন্য ২০০ একরেরও বেশি জমি নির্দিষ্ট করেছে সরকার। কিন্তু ওই জমিতে শিল্পের দাবিতে আন্দোলন শুরু করেন স্থানীয়দের একাংশ ৷ অনিচ্ছুক কৃষকদের ওই সভায় অংশ নিতে গতকাল অর্থাৎ বুধবার বোলপুর যান সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান। উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় তাদের আটকে দেয় পুলিশ ৷ সেই ঘটনার উল্লেখ করে মেরে তাদের পা ভেঙে দেওয়ার হুমকি দেন তৃণমূল জেলা সভাপতি ৷ পুলিশের সামনেই তাঁকে বলতে শোনা যায়, ‘কে বাঁচায় দেখে নেব ৷’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2017 2:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিকাশরঞ্জন ও মান্নানকে প্রকাশ্যে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি অনুব্রতর, হুঁশিয়ারি পুলিশকেও