#বীরভূম: দুর্নীতি রুখতে সচেষ্ট অনুব্রত মন্ডল ৷ খোলা মঞ্চ থেকে বিরোধীদের ধমকে হুঁশিয়ারি বীরভূমের জেলা সভাপতির ৷ একইসঙ্গে দলীয় কর্মীদের জন্যও তৈরি ছিল কেষ্টর কড়া নিদান ৷
সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ সেদিকে নজর রেখে সংগঠনের ভিত মজবুত করতে মাঠে কেষ্টা ৷ দলীয় কর্মীদের সাবধান করে তৃণমূল নেতার বার্তা কেউ টাকা চাইলেই তাঁকে পোরা হবে জেলে ৷
উপস্থিত জনতাকেও বার্তা দিয়ে বললেন, বাংলা আবাস যোজনায় প্রচুর পরিমানে বাড়ি দেওয়া হবে বীরভূমে। যদি বাড়ি দেওয়ায় জন্য ১০ টাকাও চায় তাহলে যেন তৎক্ষণাৎ তাঁকে জানানো হয় ৷ মঞ্চ থেকে নিজের মোবাইল নম্বর বিলি করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল বলেন, সরাসরি তাঁকে ফোন করে দুর্নীতির কথা বললে তিনি নিজে দায়িত্ব নিয়ে অভিযুক্তকে জেলে ঢোকাবেন ৷ পঞ্চায়েত নির্বাচনে মাটি ছাড়া যাবে না, কর্মীদের নির্দেশ অনুব্রতর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anubrata Mondal, Bribe, TMC