Birbhum News: বার্ষিক চিত্র প্রদর্শনীর আয়োজন বীরভূমের রামপুরহাটে!

Last Updated:

স্কুলের ছোট ছোট ছাত্র-ছাত্রীরা যা করেছে তার জন্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বীরভূমে রামপুরহাটে,না জানলেই ভয়ঙ্কর ভুল করবেন।

+
চিত্রকলা

চিত্রকলা প্রদর্শনী 

বীরভূম: কথাতেই রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর এই ১৩ পার্বণের মধ্যে একটি বিশেষ পার্বণ হল সরস্বতী পুজো। আর এই সরস্বতী শিক্ষা শিল্পকলা ও সঙ্গীতের দেবী। তাই দীর্ঘ ১৪ বছর ধরে সরস্বতী পুজোর দিন থেকে বীরভূমের বিভিন্ন ছাত্র-ছাত্রীদের আঁকা ছবি নিয়ে রামপুরহাট টাউন হলে প্রদর্শনী করে আসছে এ শহরের চারুকলা সংস্থা। সরস্বতী পুজোথেকে শুরু করে বেশ কয়েকদিন ধরে চলে এই প্রদর্শনী অনুষ্ঠান। আর এই প্রদর্শনী থেকে ছবি ও বিক্রি হয় দেদার। মূলত চিত্রকলাকে সকলের সামনে তুলে ধরতে এই প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন।
বীরভূম মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের শিল্পীদের আঁকা ২৫০টি শিল্পকর্ম দিয়ে রামপুরহাট টাউন হলের এর দুটি কক্ষে শুরু হয়েছে এই প্রদর্শনী। আর এই প্রদর্শনী দেখতেই সকাল থেকে রাত্রি পর্যন্ত জমজমাট ভিড় জমছে অনুষ্ঠানে। প্রত্যেকদিন সকাল ১০ টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
advertisement
advertisement
চারুকলা সংস্থার কর্ণধার প্রাণকৃষ্ণ সিমলান্ডি বলেন “সরস্বতী পুজোর দিন জল রং,তেল রং, প্যাস্টেল রং, পেন্সিল রং পেন্সিল স্কেচ এই প্রদর্শনীতে রাখা হয়েছিল।” ছোট থেকে বড় সকলের চিত্রকলা প্রদর্শনী এই অনুষ্ঠানে রাখা হয়। বিশেষ করে সন্ধ্যার সময় মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই প্রদর্শনী অনুষ্ঠানে।নিজেদের পছন্দমত ছবি কিনে নিয়ে যান চিত্রকলা প্রেমী মানুষজন। প্রাণ কৃষ্ণের দাবি শিল্প ভাবনাকে ছড়িয়ে দেওয়ার জন্য তার এরকম প্রচেষ্টা। আগামী দিনেও আরও বড় ভাবে এই চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠান আয়োজন করা হবে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাণকৃষ্ণ সিমলান্দী বাবু আমাদের জানান প্রত্যেক বছর বীরভূমের পাশাপাশি ঝাড়খন্ড থেকেও বহু ছাত্র-ছাত্রীরা ছুটে আসেন এই প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। মূলত ছাত্র ছাত্রীদের বিভিন্ন চিত্রকলা তুলে ধরার প্রতি আগ্রহী করার জন্য প্রত্যেক বছর এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বার্ষিক চিত্র প্রদর্শনীর আয়োজন বীরভূমের রামপুরহাটে!
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement