২৬০-২৮০ টাকা কেজি মুরগির মাংস! দাম নিয়ন্ত্রণে কাল থেকে বাজারে হানা দেবে টাস্কফোর্স

Last Updated:

সরকারি ফার্ম হরিণঘাটায় ১৪০ টাকা কেজি দরে মুরগির মাংস বিক্রি হচ্ছে । সেখানে জেলায় জেলায় কাটা মুরগির মাংসের দাম ২৬০-২৮০ টাকা ।

#বর্ধমানঃ মুরগির মাংসের দাম কমাতে উদ্যোগী হলেন মন্ত্রী স্বপন দেবনাথ । তিনি প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী । তাঁর জেলাতেই মুরগির মাংসের দাম কেজি প্রতি দুশো আশি টাকা । সেকথা জানতে পেরেই মুরগির আকাশছোঁয়া দাম কমাতে আধিকারিকদের তৎপরতা বাড়াতে নির্দেশ দেন মন্ত্রী ।
এদিন বর্ধমান জেলা পরিষদে উন্নয়ন নিয়ে বৈঠক করতে এসেছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ । সেখানেই মুরগির মাংসের অগ্নিমূল্যের কথা শোনেন । কেন আকাশ ছোঁয়া দাম মুরগির মাংসের ? ফোন করে খোঁজ নেওয়া শুরু করেন । তিনি বলেন, সরকারি ফার্ম হরিণঘাটায় ১৪০ টাকা কেজি দরে মুরগির মাংস বিক্রি হচ্ছে । সেখানে জেলায় জেলায় কাটা মুরগির মাংসের দাম ২৬০-২৮০ টাকা । এতো বেশি ফারাক কেন ? মুরগির মাংসের ঘাটতি না থাকলেও এত বেশি দাম নেওয়া হচ্ছে কেন,  তা দফতরের আধিকারিকদের খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে । তিনি বিভাগীয় আধিকারিকদের পোলট্রি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলার নির্দেশ দেন ।
advertisement
advertisement
পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতীর সঙ্গেও ফোনে কথা বলেন তিনি । মুরগির মাংসের দাম নিয়ন্ত্রণে আনতে জেলার বাজারগুলিতে অভিযানে নামার পরামর্শ দেন তিনি । মন্ত্রীর নির্দেশে জেলা পর্যায়ের টাস্কফোর্সকে শনিবার থেকেই বাজারে বাজারে অভিযানে নামতে বলা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে । আমফান পরবর্তী সময়ে সবজি মাছের সঙ্গে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে মুরগির মাংসের । করোনা আবহে এক সময় ১০০ টাকায় চারটে মুরগি মিলেছিল । সেই লোকসান এখন পুষিয়ে নিতেই দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ । খাসির মাংস দাম এমনিতেই মধ্যবিত্তের নাগালের বাইরে । এখন মুরগির মাংসও মহার্ঘ্য হয়ে দাঁড়াচ্ছে । বাসিন্দাদের সমস্যা মেটাতে তাই উদ্যোগী হলেন মন্ত্রী ।
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২৬০-২৮০ টাকা কেজি মুরগির মাংস! দাম নিয়ন্ত্রণে কাল থেকে বাজারে হানা দেবে টাস্কফোর্স
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement