আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর, অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামীকে 'আটক'
- Reported by:Sebak Deb Sarma
- Published by:Teesta Barman
Last Updated:
অভিযোগ উঠেছে, যাঁদের পাকা বাড়ি নেই, তালিকা থেকে এমন বহু নাম বাদ দিয়ে দিয়েছেন সমীক্ষা করতে আসা দল। অথচ যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম বাদ দেওয়া হয়নি।
#মালদহ: আবাস যোজনার দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তপ্ত মালদহের হরিশ্চন্দ্রপুর। সমীক্ষা করতে আসা অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামীকে আটক করে বিক্ষোভ। মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল গ্রামের ঘটনা। বিক্ষোভকারীদের হাত থেকে অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামীকে উদ্ধার করতে এলাকায় পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।
অভিযোগ উঠেছে, যাঁদের পাকা বাড়ি নেই, তালিকা থেকে এমন বহু নাম বাদ দিয়ে দিয়েছেন সমীক্ষা করতে আসা দল। অথচ যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম বাদ দেওয়া হয়নি। সমীক্ষক দলে অঙ্গনওয়াড়ি কর্মীর জায়গায় তাঁর স্বামী ছিলেন বলেও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।
advertisement
advertisement
আজ, শনিবার ওই এলাকায় গেলে অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামীকে আটক করে গ্রামবাসীদের একাংশ। অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামী সহিদুর রহমান বলেন, "কার নাম কেন তালিকা থেকে বাদ গেল, তা জানা নেই। স্ত্রীকে সমীক্ষার কাযে সাহায্য করছিলাম আমি।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 24, 2022 10:27 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর, অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামীকে 'আটক'










