Ancient Puja: শুক্লা ত্রয়োদশীতে বর্ষার জঙ্গলে কয়েকশো বছরের প্রাচীন পুজোয় ঐতিহ্য মেনে পূজিতা হন দেবী
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Ancient Puja: এই পুজো নিয়ে নানা মতামত রয়েছে। এই বিষয়ে রাজ পরিবারের সদস্য শিবাজি সিংহদেও জানান , অতি প্রাচীন এই পুজো।
শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : বৈচিত্রে পরিপূর্ণ জেলা পুরুলিয়া। বৈচিত্র্যময় এই জেলার সব কিছুর সঙ্গেই রয়েছে বৈচিত্র। প্রতিবছর এই জেলায় পালিত হয় নরহারা পুজো। প্রতি বছরের মতো এ বছরও উল্টোরথের পর শুক্লপক্ষের ত্রয়োদশীর দিন অতি প্রাচীন নরহারা পুজো হয় ঝালদা থানার নরাহারা জঙ্গলে। জনশ্রুতিতে কথিত, এককালে এখানে নরবলি হত , কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন আর নরবলি হয় না এই পুজোর।
এখন এখানে ছাগ বলির প্রচলন রয়েছে। এই পুজো নিয়ে নানা মতামত রয়েছে। এই বিষয়ে রাজপরিবারের সদস্য শিবাজি সিংহদেও জানান , অতি প্রাচীন এই পুজো। তিনি তাঁর দাদুদের কাছ থেকে শুনে আসছেন এই পুজোর ব্যপারে। কথিত আছে সেই সময় নরবলি হত। পুজোর রীতিনীতি অনুযায়ী এই পুজোর দিন রাজপরিবারের কেউ যায় না পুজোর জায়গায়।
advertisement
আরও পড়ুন : পঞ্চ দোষেই সর্বনাশ! রাতে খাওয়ার সময় এই ৫ ভুলেই বাড়বে ব্লাড সুগার! ডায়াবেটিস থাকলে জানতেই হবে…
এ বিষয়ে স্থানীয় এলাকার মানুষেরা জানান, প্রায় তিনশো বছর আগে ঝালদার তৎকালীন রাজা শক্তি দেবীর আরাধনা করতেন। খুব জাগ্রত পুজো বলে তাই আশপাশের গ্রাম ছাড়াও জেলা তথা পাশের ঝাড়খণ্ড থেকেও আসেন ভক্তরা পুজো দিতে। এই পুজোর প্রসাদ বাড়ি নিয়ে যাওয়া যায় না। তাই এখানেই জঙ্গলের মধ্যে রান্না করে খেয়ে বাড়ি যেতে হয় ভক্তদের। এই ভাবেই কয়েক প্রজন্ম ধরে চলে আসছে এই পুজো।
advertisement
advertisement
ঐতিহ্যপূর্ণ এই জেলার সবকিছুর মধ্যেই রয়েছে নানা বৈচিত্র। তারই মধ্যে অন্যতম ঝালদার এই নরহরি পুজো। যুগ যুগ ধরে রীতি মেনে এই পুজো আয়োজিত হয়ে আসছে। এই পুজোকে ঘিরে ঝালদার মানুষদের আবেগ উৎসাহ থাকে চোখে পড়ার মত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2024 12:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ancient Puja: শুক্লা ত্রয়োদশীতে বর্ষার জঙ্গলে কয়েকশো বছরের প্রাচীন পুজোয় ঐতিহ্য মেনে পূজিতা হন দেবী