Durga Puja 2021: পুজোর সঙ্গে জড়িত ছিলেন চারণকবি মুকুন্দ দাস, দশ কুণ্ডের জল-মাটিতে আজও দেবীবন্দনা আনন্দময়ী কালীবাড়িতে

Last Updated:

গতবছরের মতো এই বছরও চারণকবি মুকুন্দ দাসের প্রতিষ্ঠিত আনন্দময়ী কালীবাড়ির দুর্গাপুজো (Durga Puja 2021) থেকে বাদ যাচ্ছে জাঁকজমক।

শিলিগুড়ি : করোনা (CoronaVirus) নামক দস্যু প্রায় দুবছর ধরে আমাদের জীবনের গতিকে থামিয়ে দিয়েছে। প্রভাব পড়েছে বড় বড় পুজো এবং ক্লাবে। মন্দিরগুলোরও যেন একই অবস্থা। রোজ পুজো হলেও শরতের রোদ এবং হিমেল বাতাস মন্দিরের পুজো উদ্যোক্তাদের মন খারাপের কারণ। ইচ্ছে থাকলেও জাঁকজমকপূর্ণ পুজো করতে পারছেন না তাঁরা।
শিলিগুড়ির (Siliguri) আনন্দময়ী কালীবাড়ির দৃশ্যটাও যেন এক। বিধিনিষেধের দরজার পেছনে আটকে পড়েছে হই হুল্লোড়। গতবছরের মতো এই বছরও চারণকবি মুকুন্দ দাসের প্রতিষ্ঠিত আনন্দময়ী কালীবাড়ির দুর্গাপুজো (Durga Puja 2021) থেকে বাদ যাচ্ছে জাঁকজমক। কিন্তু মন্দির তো! তাই রীতি মেনেই পুজো হবে। শুধু থাকবে না বিশাল আয়োজন। রোজকার মতোই পুজো হবে মন্দিরে।
advertisement
স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় ট্যুরিজম সার্কিটে যুক্ত হয়েছে আনন্দময়ী কালীবাড়ি। রাজ্যের অন্যান্য ধর্মীয় স্থান নিয়ে ট্যুরিজম সার্কিট গড়ার উদ্যোগ নিয়েছে পর্যটনদপ্তর। সেই সার্কিটে থাকছে আনন্দময়ী কালীবাড়িও।
advertisement
মন্দিরের ইতিহাস : স্বাধীনতা সংগ্রামের সময় চারণকবি মুকুন্দ দাসের ভূমিকার কথা অজানা নয় কারওর কাছে। বিপ্লবী ও দেশবাসীদের নিজেদের গানের মাধ্যমে আন্দোলনে সামিল হওয়ার বার্তা দিয়েছিলেন। এর পাশাপাশি স্বদেশী আন্দোলনের সময় স্বদেশী গান ও নাটক রচনা করে ব্রিটিশ শাসকদের নজরে পড়েছিলেন। ১৯২৪ সালের মে মাসে বরিশাল থেকে শিলিগুড়ি এসেছিলেন তিনি। কথিত, সে সময় ডিআই ফান্ড মার্কেটের পাশে বর্তমান শিলিগুড়ি থানার পেছনে টিনের তৈরি একটি কালীবাড়িতে আশ্রয় নেন। সে সময় মন্দিরের পরিস্থিতি দেখে গান গেয়ে মন্দির পাকা করার উদ্যোগ নেন। তখন থেকেই চলছিল ভাবনাচিন্তা। বেশ কয়েক মাস তিনি গান গেয়ে ৫০১ টাকা দক্ষিণা জোগাড় করে মন্দির গড়ার জন্য দান করেছিলেন।
advertisement
মন্দির স্থায়ীভাবে স্থাপন করা হয় তার দু'বছর পর। ১৯২৬ সালে স্বাধীনতার বহু আগে এই মন্দিরে প্রবেশ করেন মা কালী। কাশী থেকে আনা হযেছিল আনন্দময়ী কালীমূর্তি। মন্দিরে সবরকম আয়োজন করেন মুকুন্দ দাস। এভাবেই শুরু হয় মন্দিরের পথচলা। নামও রেখেছিলেন তিনি, ‘‘আনন্দময়ী কালীবাড়ি’’।
আরও পড়ুন : ব্রিটিশ পুলিশের পাহারাতেই দশভুজার আরাধনায় সামিল হন ছদ্মবেশের আড়ালে থাকা বিপ্লবীরা
বহু পুরনো উদ্যোক্তাদের মুখে শোনা গিয়েছে, পুজোর সময় দেশের ভিন্ন ভিন্ন জায়গা থেকে মন্দিরে একত্রিত হতেন বিপ্লবীরা। মন্দির প্রাঙ্গণে চলত শরীরচর্চা। বৈঠক বসত এই মন্দিরেই। ব্যায়াম ও খেলাধুলোর মাধ্যমে নিজেদের শরীরকে চাঙা রাখতেন বিপ্লবীরা। ব্রিটিশ রাজ থেকে মুক্তি পাওয়ার একাধিক পরিকল্পনাও করতেন বিপ্লবীরা এই মন্দির প্রাঙ্গণেই। এ বারের আয়োজন : গত বছরের আগে পর্যন্ত বেশ জাঁকজমকপূর্ণভাবেই পুজো হত। চলতি বছর ৯০তম বর্ষে পদার্পণ করল আনন্দময়ী কালীবাড়ির পুজো। বহু বছর আগে রথের দিন থেকেই মন্দির প্রাঙ্গণে মূর্তি গড়ার কাজ করতেন প্রতিমাশিল্পী। রথের দিন থেকেই মন্দির প্রাঙ্গণে শুরু হতো মায়ের আরাধনার প্রস্তুতি। বর্তমান সময়ে রাজস্থান থেকে স্থায়ী মার্বেলের কালীমূর্তি এনে স্থাপন করা হয়েছে মন্দির কমিটির তরফে।এই বছরও তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কড়া নির্দেশিকা জারি করেছে। ফলে মন খারাপ উদ্যোক্তা থেকে শিলিগুড়িবাসী সকলের।
advertisement
এখন মানুষের নিরাপত্তা, সুরক্ষা ও স্বাস্থ্যের দিকে নজর রাখতে চাইছে মন্দির কমিটি। শত কষ্ট হলেও এবার নিয়মরক্ষার পুজো হবে, বলে জানান মন্দির কমিটির বর্তমান সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস। তিনি বলেন, ‘‘ঐতিহাসিক এই মন্দিরের পুজো দেখতে বিভিন্ন জায়গা থেকে আসতেন দর্শনার্থীরা। শিলিগুড়ির প্রাচীনতম পুজোগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আনন্দময়ী কালীবাড়ি। গত বছরও এভাবেই পুজো সম্পন্ন করা হয়েছিল। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। এবং আমরা আবার আগের মতো মেতে উঠব পুজোয়, উৎসবে, আনন্দে।’’
advertisement
( প্রতিবেদন-ভাস্কর চক্রবর্তী  )
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2021: পুজোর সঙ্গে জড়িত ছিলেন চারণকবি মুকুন্দ দাস, দশ কুণ্ডের জল-মাটিতে আজও দেবীবন্দনা আনন্দময়ী কালীবাড়িতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement