RG Kar Protest: গন্ধরাজের সুগন্ধে বেঁচে থাকবেন তিলোত্তমা! বৃক্ষপ্রেমীদের অভিনব প্রতিবাদ, দেখুন

Last Updated:

RG Kar Protest: সকলে প্রতিবাদ করছেন। কেউ মোমবাতি মিছিল করছেন, কেউ রাত দখলে রাস্তায় নামছেন

+
তিলোত্তমার

তিলোত্তমার স্মৃতিতে গন্ধরাজ গাছে পরানো হয়েছে মালা।

পশ্চিম বর্ধমান : আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্য তথা দেশজুড়ে। এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও দেখা যাচ্ছে প্রতিবাদ। সকলেই সঠিক বিচারের অপেক্ষায় রয়েছেন। এমন অবস্থায় অভিনব প্রতিবাদের ছবি দেখা গেল দুর্গাপুরে। যেখানে একটি গাছের মাধ্যমে অভয়ার স্মৃতি বাঁচিয়ে রাখার প্রয়াস বৃক্ষপ্রেমী সংগঠনের। যে প্রতিবাদ সকলের নজর কেড়েছে।
দুর্গাপুরের একটি বৃক্ষ প্রেমী সংগঠন গ্রীন ভলান্টিয়ার্স। শহরের সবুজ রক্ষা করতে এই সংগঠনটি নানা রকম পদক্ষেপ করে। আর এই সংগঠনের সদস্যরা সবুজায়নের মাধ্যমে আরজি কর কাণ্ডে প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছেন বৃক্ষরোপনের মাধ্যমে জানিয়েছেন প্রতিবাদ। গন্ধরাজ ফুলের সুগন্ধে তিলোত্তমার স্মৃতি বাঁচিয়ে রাখার প্রয়াস করছেন তারা। গন্ধরাজ গাছে মালা পড়িয়ে তিলোত্তমার উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন।
advertisement
advertisement
এই সংগঠনের সম্পাদক কাজী নিজামউদ্দিন বলছেন, তরুণী চিকিৎসকের ওপর নির্মম অত্যাচার এবং হত্যার ঘটনায় গোটা রাজ্য উত্তাল হয়েছে। সকলে প্রতিবাদ করছেন। কেউ মোমবাতি মিছিল করছেন, কেউ রাত দখলে রাস্তায় নামছেন। তারাও প্রতিবাদে সামিল হয়েছেন। কিন্তু তাদের প্রতিবাদের ভাষা অন্য। তারা প্রতিবাদের পাশাপাশি তিলোত্তমার স্মৃতি বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ নিয়েছেন।
advertisement
প্রসঙ্গত, দুর্গাপুর ইস্পাতনগরীর একটি ব্যক্তিগত মালিকানার জায়গায় গ্রিন ভলান্টিয়ার্স এর তরফ থেকে ৫০ টি গাছ লাগানো হয়েছে। সেখানেই একটি গাছ লাগানো হয়েছে অভয়ার স্মৃতিতে। এখানে গন্ধরাজ গাছের ফুলে সুগন্ধে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। মালা পরিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। নামকরণ করা হয়েছে তিলোত্তমা স্মৃতি উদ্যান।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Protest: গন্ধরাজের সুগন্ধে বেঁচে থাকবেন তিলোত্তমা! বৃক্ষপ্রেমীদের অভিনব প্রতিবাদ, দেখুন
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement