Nadia News: বিশ্বমানের হতে চলেছে নদিয়ার এই চারটি রেল স্টেশন, দেখে নিন কী কী সুবিধা থাকবে

Last Updated:

Bangla News: নদিয়ার বেথুয়াডহরি, কৃষ্ণনগর সিটি, নবদ্বীপ ধাম এবং শান্তিপুর স্টেশন রেলের অমৃত ভারত প্রকল্পে বিশ্বমানের করে গড়ে উঠতে চলেছে। কাজ শেষে সম্পূর্ণ ভোল বদলে যাবে এই স্টেশনগুলোর

+
title=

নদিয়া: অমৃত ভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক সিটি সেন্টারে পরিণত হতে চলেছে নবদ্বীপ-সহ নদিয়ার চারটি রেলওয়ে স্টেশন।ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকার অমৃত মহোৎসব নামে এক কর্মসূচি গ্রহণ করেছিল। যাতে সামিল হয়েছিল ভারতীয় রেলও।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সারাদেশে ১৩০৯ টি রেলওয়ে স্টেশনকে চিহ্নিতকরণ করেন, পুনর্নির্মাণ করে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের সিটি সেন্টারে পরিণত করার উদ্দেশ্যে। তার মধ্যে বাংলার ৯৮ টি রেলস্টেশন আছে।
আরও পড়ুন: আজ কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য? কবে ছাড়া পাবেন? আজ দুপুরে সিদ্ধান্ত
সারা দেশের ২৭ টি রাজ্যের মোট ৫০৮ টি রেল স্টেশন এই অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। যার মধ্যে বাংলার মোট ৩৭ টি স্টেশন আছে। নদিয়া জেলার বেথুয়াডহরি, কৃষ্ণনগর সিটি, নবদ্বীপ ধাম এবং শান্তিপুর স্টেশন এই তালিকায় জায়গা পেয়েছে। এই কাজের জন্য রেল মন্ত্র মোট ব্যয় ধরেছে ২৪ হাজার ৪৭০ কোটি টাকা।
advertisement
advertisement
এই স্টেশনগুলো বিশ্বমানের গড়ে তোলার কাজ শুরু হয়েছে। সেই কাজ শেষ হলে এখানে থাকবে ফুট ওভারব্রিজ, এস্কেলেটরের মত চলাচলের জন্য অত্যাধুনিক ব্যবস্থা। এছাড়াও অমৃত ভারত প্রকল্পে জায়গা পাওয়া প্রতিটি রেল স্টেশন চত্বর ফ্রি ফাইভ-জি ওয়াইফাই জোন হিসেবে গড়ে উঠবে। স্টেশনে বড় আকৃতির এলইডি স্ক্রিন, টিকিট কাটার স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন ইত্যাদি থাকবে। এছাড়াও এই নির্বাচিত স্টেশনগুলির অতিরিক্ত জমি কাজে লাগিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে। তার জন্য স্টেশন ভবনের দ্বি-তলে রেল বেশ কিছু দোকান তৈরি করে দেবে। যা স্থানীয় কর্মসংস্থানের সহায়ক হবে বলে কেন্দ্রের দাবি।
advertisement
আরও পড়ুন: ‘৪ দিন চালের গুদামে কাটিয়েছি’, অভিনেতা মদন মিত্রের নয়া অভিজ্ঞতা চমকে দেবে
স্টেশনে আসা এবং যাওয়ার জন্য বিভিন্ন যানবাহন পার্কিং, প্রয়োজন মাফিক আন্ডার পাস, যাত্রী সুরক্ষার বিভিন্ন অফিস এবং প্রাথমিক চিকিৎসা সহ বিনোদন, শিশুদের বিশেষ প্রতীক্ষালয়, দিব্যাঙ্গদের বিশেষ ব্যবস্থা এই সবই নির্মাণ হতে চলেছে। তবে এটি একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বলেই জানা গিয়েছে রেলের সূত্র মারফত।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বিশ্বমানের হতে চলেছে নদিয়ার এই চারটি রেল স্টেশন, দেখে নিন কী কী সুবিধা থাকবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement