Weird Game: উঠতে হবে তেল লাগানো কলাগাছে, খেলা দেখে হেসে গড়াগড়ি খাবেন আপনিও!

Last Updated:

Medinipore- ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খেলাধুলার প্রবণতা। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এখন বুঁদ মোবাইলে। ছোট থেকেই মোবাইলের শর্টস ভিডিও এবং মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে পড়ুয়ারা।

+
কলাগাছে

কলাগাছে ওঠা প্রতিযোগিতা 

পশ্চিম মেদিনীপুর: ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খেলাধুলার প্রবণতা। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এখন বুঁদ মোবাইলে। ছোট থেকেই মোবাইলের শর্টস ভিডিও এবং মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে পড়ুয়ারা।
প্রত্যন্ত গ্রামীণ এলাকায় একাধিক খেলা ও প্রতিযোগিতা আয়োজন করা হত একটা সময়, তা এখন নেই বললেই চলে। সামান্য কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়া খেলাধুলা তেমন চল উঠেই গিয়েছে। তবে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ছোট্ট ছোট্ট ছেলে-মেয়েদের মধ্যে পুরানো দিনের সেই প্রতিযোগিতা ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিল বেশ কয়েকজন যুবক। পুরানো দিনের ঐতিহ্য এবং এমন একটি খেলা আয়োজন করা হল যেখানে হাসিতে গড়াগড়ি খাচ্ছে দর্শকরা।
advertisement
অনুষ্ঠান মঞ্চের পাশেই পোতা হয়েছে কলা গাছ। যেখানে লাগান হয়েছে সরিষার তেল। প্রতিযোগীকে যতদূর এবং যত সময়ে গাছে চড়ে থাকতে পারবে সেই পাবে পুরস্কার। আর এতেই যেন বেশ হাসির খোরাক তৈরি হয় এই প্রতিযোগিতা ঘিরে। প্রত্যন্ত গ্রামীন এলাকায় এমন এক খেলার আয়োজন নজর কেড়েছে সকলের। বেশ কয়েকজন যুবকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। শুধু তাই নয় ছিল সাঁতার প্রতিযোগিতার আয়োজন।
advertisement
advertisement
আরও পড়ুন- নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণের জেলায় জেলায় ভারী বৃষ্টি, আগামী কতদিন ঘ্যানঘ্যানে বৃষ্টি?
রথযাত্রা উপলক্ষে বেশ কয়েকজন যুবক-যুবতী মিলে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বামনদা এলাকায় রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার মধ্যে বেশ আকর্ষণীয় ছিল তৈলাক্ত কলা গাছে ওঠা। অংশ নেয় প্রায় কুড়িরও বেশি প্রতিযোগী। ছোট্ট ছোট্ট ছেলেরা তৈলাক্ত কলা গাছে ওঠার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত বিফল হয়। তেল বাখানও কলা গাছে উঠতে গিয়ে কেউ পিছলে পড়ে যায় আবার কেউ সামান্য কিছুক্ষণ কলা গাছকে জড়িয়ে রেখেও উপরে উঠতে পারেনি।
advertisement
স্বাভাবিকভাবে বেশ হাসির খোরাক তৈরি হয় এই প্রতিযোগিতা ঘিরে। শুধু তাই নয় শরীর এবং মন সুস্থ রাখার জন্য সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে ক্লাবের উদ্যোক্তারা। মোবাইলমুখী যুবসমাজকে মাঠমুখী করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল বেশ কয়েকজন যুবক। তাদের এই ভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weird Game: উঠতে হবে তেল লাগানো কলাগাছে, খেলা দেখে হেসে গড়াগড়ি খাবেন আপনিও!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement