নাবালিকার বিয়ে আটকাল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প

Last Updated:

বুধবার‌ই ছিল তেহট্টের ওই নাবালিকার বিয়ের দিন। সেই উপলক্ষে ওই নাবালিকার বাড়িতে ধুমধাম করে বিয়ের তোড়জোড় চলছিল। কাছেই ছিল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
তেহট্ট, নদিয়া, সমীর রুদ্র: আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে আটকে দেওয়া হল নাবালিকার বিয়ে। ঘটনাটি নদিয়া জেলার তেহট্ট-১ ব্লকের। বিষয়টি জানাজানি হতে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। তেহট্টের সাহাপুরের সতেরো বছর বয়সী একাদশ শ্রেণির ছাত্রীর বিয়ে ঠিক হয়েছিল গোপীনাথপুরের এক যুবকের সাথে। কিন্তু তার আগে প্রশাসনের তৎপরতায় ঠেকানো গেল নাবালিকার বিয়ে।
বুধবার‌ই ছিল তেহট্টের ওই নাবালিকার বিয়ের দিন। সেই উপলক্ষে ওই নাবালিকার বাড়িতে ধুমধাম করে বিয়ের তোড়জোড় চলছিল। নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছেন বলে পরিবারের সদস্যদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। রীতিমত প্যান্ডেল করে আত্মীয়স্বজনের উপস্থিতিতে চলছিল রান্নাবান্না ও বিয়ের প্রস্তুতি। যদিও সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
আরও পড়ুন: চাষ করে বড়লোক হতে চান? এই ফসলটি বেছে নিন
ঠিক সেই সময়ে ওই এলাকা থেকে কিছুটা দূরেই তেহট্টের বাগাখালি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। সেখানে উপস্থিত ছিলেন তেহট্ট-১ ব্লকের জয়েন্ট বিডিও সুদর্শন সাহা। তাঁর কাছে সূত্র মারফত পৌঁছে যায় নাবালিকার বিয়ের খবর। তৎক্ষণাৎ তিনি সহকর্মী ও তেহট্ট থানার পুলিশকে সঙ্গে নিয়ে হাজির হন বিয়ে বাড়িতে। তাঁদের দেখেই হতচকিত হয়ে পড়েন নাবালিকার পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
আরও পড়ুন: মোদির হাতিয়ারে ইছাপুরের ছোঁয়া, এবার চাপে পড়তে চলেছে আমেরিকা
এরপর প্রশাসনিক আধিকারিকরা নাবালিকা বিয়ের কুফল সম্পর্কে পরিবারের লোকজনকে বোঝান। সেই সঙ্গে আইন অনুযায়ী এর শাস্তি কী সেটাও তুলে ধরা হয়। শেষ পর্যন্ত তাঁদের হস্তক্ষেপে বন্ধ হয় নাবালিকার বিয়ে। নাবালিকার বাবা, দাদু এবং পাত্রকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষ পর্যন্ত তাঁরা মুছলেকা দিয়ে জানান, ওই নাবালিকার ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নাবালিকার বিয়ে আটকাল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement