Digha: দিঘায় বিরাট চমক দুর্গাপুজোয়! জগন্নাথ মন্দিরের পর এবার দর্শন মিলবে মায়াপুরের ইসকন মন্দিরের, কোথায় হচ্ছে জানেন?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Madan Maity
Last Updated:
Digha: জগন্নাথ দর্শনের সঙ্গে মিলবে ইসকন অভিজ্ঞতা—দিঘার পুজোয় বাড়তি চমক। পুজোর দিনে পর্যটকদের ঢল নামবে, আর দিঘার পুজোর আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে তুলবে।
দিঘা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি : এবার পুজোয় দিঘার পর্যটকদের জন্য থাকছে বিশেষ চমক। জগন্নাথ মন্দিরের পাশাপাশি এবার দেখা যাবে মায়াপুরের ইসকন মন্দির। দিঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মীপুজো কমিটি তাদের ৭৯-তম বর্ষে এই অভিনব থিম বেছে নিয়েছে। বাঁশ, কাঠ, কাপড়, ফাইবার-সহ নানা উপকরণে তৈরি হচ্ছে মণ্ডপ। বাজেট ধরা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। আর এখন থেকেই মণ্ডপের সামনে পর্যটকদের ভিড় চমকপ্রদ। পুজোয় দিঘায় ঘুরতে আসা পর্যটকদের জন্য জগন্নাথ মন্দির দর্শণের পাশাপাশি থাকছে বাড়তি আকর্ষণ এই থিম মায়াপুরের ইসকন। প্রতি বছর দিঘায় দুর্গাপুজোয় ভিড় জমান হাজারও পর্যটক। সমুদ্রতীরের এই শহরে পুজোর আবহে থাকে আলাদা মাত্রা।
সেই আবহ আরও বাড়াতে এ বছর মায়াপুরের ইসকন মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। ইতিমধ্যেই প্রস্তুতি চলছে জোরকদমে। বাঁশ, কাঠ, কাপড়, ফাইবার থেকে শুরু করে নানা রকম হাতের কারুকার্যে গড়ে তোলা হচ্ছে এই মণ্ডপ। লক্ষ্য একটাই, দিঘার দর্শনার্থীরা যেন মায়াপুরের ইসকন মন্দিরের পরিবেশ অনুভব করতে পারেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা। সেই অনুযায়ী শুধু মণ্ডপই নয়, প্রতিমা, আলো এবং সামগ্রিক সাজসজ্জায় আনা হচ্ছে অভিনবত্ব।
advertisement
আরও পড়ুন-আজ সেই ভয়ঙ্কর বিপজ্জনক রাত…! শনি অমাবস্যায় খবরদার করবেন না ‘এই’ ৫ ভুল, সংসার ছারখার, কালো ছায়ায় জীবন ‘নরক’
পুজোর আগে থেকেই মণ্ডপ ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। প্রতিদিনই পর্যটক ও স্থানীয় বাসিন্দারা মণ্ডপ নির্মাণের কাজ দেখতে হাজির হচ্ছেন। অনেকে আবার ছবি তুলছেন, ভিডিও করছেন। দিঘার দুর্গাপুজোতে প্রতিবছরই বড় মাপের থিম থাকে। তবে এ বছরের থিম বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, মায়াপুরের ইসকন মন্দির শুধু একটি স্থাপত্য নয়, এটি আধ্যাত্মিকতারও প্রতীক। তাই দিঘার দুর্গাপুজোয় এ বছরের আয়োজন পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছেন সবাই।
advertisement
advertisement
আরও পড়ুন-স্নানের সময় শরীরে জল পড়লেই প্রস্রাব করে ফেলেন? জটিল রোগের লক্ষণ নয় তো? এড়িয়ে চললেই বিপজ্জনক…! জানুন কী বলছেন চিকিৎসক
সমুদ্র দর্শনের সঙ্গে দিঘায় যদি থাকে জগন্নাথ মন্দির ভ্রমণের সুযোগ, তবে এবার সেই অভিজ্ঞতায় যোগ হবে মায়াপুরের ইসকন মন্দিরও। পুজোর দিনে পর্যটকদের ঢল নামবে, আর দিঘার পুজোর আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে তুলবে এই অনন্য থিম। বলা যায়, এ বছর দিঘার দুর্গাপুজো পর্যটকদের কাছে হয়ে উঠবে দ্বিগুণ উপভোগ্য, একসঙ্গে জগন্নাথ মন্দির ও ইসকন মন্দিরের দর্শন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 7:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় বিরাট চমক দুর্গাপুজোয়! জগন্নাথ মন্দিরের পর এবার দর্শন মিলবে মায়াপুরের ইসকন মন্দিরের, কোথায় হচ্ছে জানেন?