South 24 Parganas News: মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই সরকারি জমি দখলের অভিযোগ রাজপুর সোনারপুরে!

Last Updated:

South 24 Parganas News: রাজপুর সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ সত্ত্বেও রাজপুর সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে চলছে সরকারি জমি দখল।

সরকারি জমি দখলের অভিযোগ
সরকারি জমি দখলের অভিযোগ
দক্ষিণ ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ সত্ত্বেও রাজপুর সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে চলছে সরকারি জমি দখল। স্থানীয় সূত্রে জানা গেছে, মেন রাস্তার ধারে রাতের অন্ধকারে দখল করা হচ্ছে সরকারি জমি। প্রশাসনের একেবারে চোখের সামনে এই ঘটনা ঘটায় প্রশ্ন উঠেছে নজরদারির ভূমিকা নিয়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ধাপে ধাপে এই জমিতে দখলদারিত্ব বাড়ছে। কেউ বা কারা রাতের বেলায় নির্মাণসামগ্রী এনে রাখছে, তৈরি করছে অস্থায়ী কাঠামো। অথচ এতদিন প্রশাসন কোনও পদক্ষেপ করেনি। জমি দখলকারীরা প্রশাসনিক নিষ্ক্রিয়তাকে হাতিয়ার করেই এগিয়ে চলেছে বলে মনে করছেন এলাকাবাসী।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সরকারি জমিতে বেআইনি দখলদারি হলে একদিন সেই জমিই আর জনগণের কাজে ব্যবহার করা যাবে না। “আজ যদি এই জমিতে ক্লাব, খেলার মাঠ বা স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠে, তাহলে উপকৃত হবেন সাধারণ মানুষ। অথচ, দখলদাররা ব্যক্তিগত স্বার্থে সব দখল করে নিচ্ছে,” বলছেন এক স্থানীয় বাসিন্দা।
advertisement
advertisement
তবে এই অভিযোগ অস্বীকার না করে, বিষয়টি স্বীকার করেছেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। তিনি জানান, “আমরা খবর পেয়েই ব্যবস্থা নিচ্ছি। খুব দ্রুত দখলদারদের উচ্ছেদ করা হবে এবং জমি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।” তবে এখন প্রশ্ন—যখন মুখ্যমন্ত্রী বারবার জমি দখলের বিরুদ্ধে কঠোর বার্তা দিচ্ছেন, তখন সেই নির্দেশ মানা হচ্ছে না কেন? নজরদারির ঘাটতিতেই কি এমন ঘটনা? উত্তরের অপেক্ষায় গোটা এলাকা।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই সরকারি জমি দখলের অভিযোগ রাজপুর সোনারপুরে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement