Akhil Giri: কাঁথির রাস্তায় 'চোর', 'চোর' স্লোগান! দলের নেতারই কারসাজি, বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী অখিল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
মঙ্গলবারের এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এল৷
কাঁথি: প্রকাশ্য রাস্তায় প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে চোর চোর স্লোগান! কাঁথিতে প্রকাশ্য রাস্তায় পূর্ব মেদিনীপুরে তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা অখিল গিরিকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়াকে ঘিরে জোর শোরগোল। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে খোদ অখিল গিরির প্রতিক্রিয়াতেই বিষয়টি অন্য মাত্রা পেয়েছে৷ বিজেপি বা বিরোধী কোনও দল নয়, এই ঘটনার পিছনে দলেরই একাংশ রয়েছে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন মন্ত্রী৷
মঙ্গলবারের এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এল৷ সরাসরি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং তৃণমূল নেতা উত্তম বারিকের বিরুদ্ধে তোপ দেগেছেন অখিল৷ তাঁর দাবি, উত্তম বারিকের অনুগামীরাই তাঁকে হেয় করতে চোর, চোর স্লোগান দিয়েছে৷
advertisement
advertisement
এ দিনের এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রামনগরের তৃণমূল বিধায়ক অখিল৷ গোটা বিষয়টি তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে জানিয়েছেন বলেও খবর৷ এই ঘটনার পিছনে দলেরই একাংশ রয়েছে বলে অখিল গিরির সঙ্গে সহমত পোষণ করেছেন তাঁর ছেলে এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরিও৷
ক্ষুব্ধ অখিল বলেন, “জেলা পরিষদের তৃনমুল সভাধিপতি উত্তম বারিক এবং তৃণমূল জেলা সভাপতি পীযুষ পণ্ডার উস্কানিতেই অমানুষের মতো কাজ করা হয়েছে। দলবিরোধী কাজ করা হচ্ছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 14, 2025 9:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Akhil Giri: কাঁথির রাস্তায় 'চোর', 'চোর' স্লোগান! দলের নেতারই কারসাজি, বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী অখিল