Abhishek Banerjee: অপরাজিতা বিলে অনুমোদন চেয়ে কেন্দ্রকে আক্রমণ, চিকিৎসক হেনস্থা রুখতে হেল্পলাইন চালু অভিষেকের

Last Updated:

Abhishek Banerjee: আমতলায় শনিবার সেব শ্রয় কর্মসূচির উদ্বোধন করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মানুষের কাছে আরও সুলভে পরিষেবা পৌঁছে দিতে এই কর্মসূচি।

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়
ডায়মন্ড হারবার: আমতলায় শনিবার সেব শ্রয় কর্মসূচির উদ্বোধন করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেবা শ্রয় প্রসঙ্গে তিনি বলেন, “সেবা শ্রয় নাম দিয়েছি, কারণ সেবা ও আশ্রয়। জীব সেবা শিব সেবা স্বামীজী বলেছিলেন”। ২ জানুয়ারি থেকে সেবা শ্রয় কর্মসূচি শুরু হবে। ৭০ দিন পেরনোর পরে, শেষ পাঁচ দিন ২৮০ ক্যাম্পের ফলোআপ করবেন অভিষেক। কর্মূসূচি উদ্বোধনের সময়ে বেশ আত্মবিশ্বাসী অভিষেক। “আজকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা গোটা দেশকে আগামী দিনে পথ দেখাবে”।
পাশাপাশি নারী নির্যাতন নিয়ে কড়া আইন চেয়ে আগেও সওয়াল করেছিলেন অভিষেক। এদিনও সেই প্রসঙ্গ তুলে বলেন, “সামাজিক এই অপরাধকে সরাতে হলে একমাত্র উপায় আইন। রাজ্য সরকার বিল করেছে। কিন্তু দু’মাস ধরে রাষ্ট্রপতির কাছে এর উচ্চবাচ্য নেই। ধর্ষণ ছাড়াও, অ্যাসিড আক্রান্তদের জন্যেও কড়া বিধান রাখা আছে। কেন্দ্রীয় সরকার চাইলে এটা আইনে পরিণত করতেই পারে”।
advertisement
advertisement
এই প্রসঙ্গে বিজেপিকে বিঁধতেও ছাড়েননি অভিষেক, “কেন্দ্রীয় সরকার আইন আনুক। তৃণমূল কংগ্রেস সাংসদরা ভোট দেবে। কিন্তু আপনারা আইন আনতে পারবেন না। কারণ আপনাদের দলেই ওরা বেশি করে আছে”।
পাশাপাশি চিকিৎসক হেনস্থা রুখতে এদিন আমতলায় ১০ সদস্যের প্রায়োরিটি কমিটি গঠন করেন অভিষেক। একটি হেল্প লাইন নম্বরও চালু করেন তৃণমূলের সাধারণ সম্পাদক (৭৮৮৭৭৭৮৮৭৭)।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: অপরাজিতা বিলে অনুমোদন চেয়ে কেন্দ্রকে আক্রমণ, চিকিৎসক হেনস্থা রুখতে হেল্পলাইন চালু অভিষেকের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement