Agnimitra Paul-Ashwini Vaishnaw: অগ্নিমিত্রার প্রচারে কেন্দ্রীয় রেল মন্ত্রী! কী বললেন তিনি? বড় চমক! জানুন

Last Updated:

Agnimitra Paul-Ashwini Vaishnaw: খড়গপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করলেন অশ্বিনী বৈষ্ণব! সভাতেই বড় চমক! জানুন

+
প্রার্থীর

প্রার্থীর সঙ্গে রেলমন্ত্রী 

পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে প্রচারে এসে সাবলীলভাবে উড়িয়া ভাষায় কথা বলে মানুষের মধ্যে জনসংযোগ সারলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে তিনি কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। যদিও তা ছিল সম্পূর্ণ উড়িয়া ভাষায়। তিনি জন্মেছেন, বড় হয়েছেন যোধপুরে। তবে কর্মসূত্রে তার আসা ওড়িশাতে। ওড়িশা ক্যাডারের IAS পদে যোগ দিয়ে ধীরে ধীরে ভালবাসা বাড়তে থাকে ওড়িশার প্রতি, উড়িয়া ভাষা-সংস্কৃতির প্রতি। খড়গপুরে প্রচারে এসে সাবলীল ভঙ্গিতে দেখা গেল রেলমন্ত্রীকে। মানুষের সঙ্গে পরিচয় পর্বে উঠল জয় জগন্নাথ ধ্বনি।
শুক্রবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। রেলশহর খড়গপুরে প্রচার জনসভায় যোগ দেন তিনি। খড়গপুরের ধ্যান সিং ময়দানে সভা করেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রচারের আগে খড়গপুর পৌর এলাকার নিউ সেটেলমেন্ট এলাকায় জগন্নাথ মন্দিরে গিয়ে জেলাবাসীর মঙ্গলকামনায় পুজো দেন তিনি। পরে কথা বলেন উড়িয়া ভাষার মানুষজনের সঙ্গে। তিনি কথা বলেন উড়িয়া ভাষায়। পাশাপাশি প্রার্থী অগ্নিমিত্রা পালকে জেতানোর আবেদন জানান তিনি। এরপর তিনি সভা করেন ধ্যান সিং ময়দানে।
advertisement
advertisement
অক্ষয় তৃতীয়ার দিন সভা হওয়াতে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে রাধাকৃষ্ণের মূর্তি তুলে দেন অগ্নিমিত্রা পাল। বেশ কয়েক হাজার কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখেন অশ্বিনী বৈষ্ণব। এছাড়াও একাধিক ভাষায়, কর্মীরা কেমন আছেন তিনি জানতে চান। পাশাপাশি নির্বাচনে অগ্নিমিত্রা পালকে জেতানোর আহ্বান জানিয়েছেন তিনি।এছাড়াও রেলশহর খড়গপুরের একাধিক সমস্যার কথা তুলে ধরেন তিনি। প্রার্থীকে জেতালে সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। তবে দিলীপ ঘোষের শক্ত ঘাঁটিতে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। রাজনৈতিক জীবনে বড় চ্যালেঞ্জ এই কেন্দ্রে ভোটে প্রতিদ্বন্ধিতা করা। কী হয় তা সময় বলবে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agnimitra Paul-Ashwini Vaishnaw: অগ্নিমিত্রার প্রচারে কেন্দ্রীয় রেল মন্ত্রী! কী বললেন তিনি? বড় চমক! জানুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement