ডাকাতি ও খুন, কোথায় নিরাপত্তা? ক্ষোভে ফুঁসছে সোনারপুর
Last Updated:
স্বর্ণ ব্যবসায়ী দীপক দেবনাথের খুনের প্রতিবাদে পথে নেমেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।
#সোনারপুর: ডাকাতি ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সোনারপুর। স্বর্ণ ব্যবসায়ী দীপক দেবনাথের খুনের প্রতিবাদে পথে নেমেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। নিরাপত্তা ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব তাঁরা। দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার সকাল থেকে দফায় দফায় থানায় বিক্ষোভ ও রেল-রাস্তা অবরোধ চলে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় স্থানীয়দের। প্রায় এক ঘণ্টা ব্যাহত হয় শিয়ালহ দক্ষিণের ট্রেন চলাচল।
রবিবার ভরসন্ধেয় সোনারপুর থানা সংলগ্ন সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। বাধা দেওয়ায় নিহত দোকান মালিক দীপক দেবনাথ। আহত আরও তিনজন। লুঠের পর জনবহুল এলাকা দিয়ে বোমা ও গুলি ছুড়তে ছুড়তে পালায় দুষ্কৃতীরা। রেল লাইনে বোমা রেখে যাওয়ায়, বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ক্যানিং লাইনের ট্রেন চলাচল। রাতভর এই আতঙ্কের পর সকাল হতেই ক্ষোভে ফেটে পড়ে সোনারপুর।
advertisement
নিরাপত্তাহীনতার অভিযোগে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। শুরু হয় থানা ও পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। চলে রাস্তা অবরোধ। সোনারপুর স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয়রা। প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল।
advertisement
সোনার দোকানে ঢুকে এভাবে ডাকাতি ও খুনের ঘটনায় আতঙ্কিত সোনারপুরের ব্যবসায়ীরাও। দোষীদের গ্রেফতারের দাবিতে এদিন পথে নেমে বিক্ষোভ দেখান তাঁরা।
advertisement
ডাকাতি, খুন। কোথায় নিরাপত্তা? দক্ষিণ ২৪ পরগনা জেলা ভেঙে তিনটি পুলিশ জেলা করার পরেও এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2017 2:31 PM IST