Bankura News: বছরের পর বছর চেষ্টা করেও ফল নেই! আবার আগুন বাঁকুড়ায় 

Last Updated:

ধারাবাহিকভাবে প্রচারের পরও, দুষ্কৃতীদের দৌরাত্ম কমছে না। বাঁকুড়ার সবুজ জঙ্গল পুড়ে ছারখার হচ্ছে।

+
ব্লোয়ার

ব্লোয়ার হাতে বনকর্মী 

বাঁকুড়া : ধারাবাহিকভাবে প্রচারের পরও, দুষ্কৃতীদের দৌরাত্ম কমছে না। বাঁকুড়ার সবুজ জঙ্গল পুড়ে ছারখার হচ্ছে। লাগাতার প্রচার কর্মসূচী, পোস্টারিং, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তারপরেও যেন কিছুতেই থামানো যাচ্ছে না জঙ্গলের অগ্নিকান্ড। শুশুনিয়া পাহাড়ের পর এবার রানীবাঁধের বারো মাইল জঙ্গলে আগুন লাগে। ঝরা শুকনো পাতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে জঙ্গলের বিস্তীর্ণ এলাকায়। যদিও খবর পেতেই তড়িঘড়ি ব্লোয়ার নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বন দফতর। রাতভর চলে জঙ্গলে আগুন নেভানোর কাজ।
গত সপ্তাহেই বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পাহাড়ে আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যে তা কার্যত দাবানলে পরিণত হয়। প্রায় ২৪ ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসার এক সপ্তাহ যেতে না যেতেই এবার বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের বারো মাইলের জঙ্গলে অগ্নিকান্ডের ঘটনা ঘটল। বুধবারসন্ধ্যার মুখে জঙ্গলের শুকনো ঝরা পাতায় আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন বন দফতরের।
advertisement
advertisement
বন দফতরের কর্মীরা ব্লোয়ার হাতে আগুন নেভানোর কাজে নামেন। কিন্তু ততক্ষণে জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। বন কর্মীরা ব্লোয়ার দিয়ে ঝরা পাতার স্তুপ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান। এমনিতে বন্যপ্রাণ সমৃদ্ধ বনাঞ্চল হিসাবে পরিচিত বারো মাইল জঙ্গল।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই জঙ্গলে হরিণ, ময়ুর, বুনো শুকর, সজারু ছাড়াও বহু জীবজন্তু, পাখি ও সরিসৃপ রয়েছে। এমন বনাঞ্চলে কে বা কারা আগুন লাগিয়েছে সে ব্যাপারে তথ্য সংগ্রহ শুরু করেছে বন দফতর। সঠিক তথ্য প্রমাণ পেলে দুস্কৃতীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বছরের পর বছর চেষ্টা করেও ফল নেই! আবার আগুন বাঁকুড়ায় 
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement