BSF: ফ্ল্যাগ মিটিং করে ৩১ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাল বিএসএফ

Last Updated:

গেদে চেকপোস্ট দিয়ে ৩১ জন বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ। এর মধ্যে রয়েছে নারী-পুরুষ এবং শিশু

ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে হস্তান্তর ৩১ বাংলাদেশী নাগরিকদের
ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে হস্তান্তর ৩১ বাংলাদেশী নাগরিকদের
গেদে, নদিয়া, মৈনাক দেবনাথ: গেদে চেকপোস্ট দিয়ে ৩১ জন বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ। এর মধ্যে রয়েছে নারী-পুরুষ এবং শিশু। ভারতে অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন সময় আটক বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাগ-মিটিং এর মাধ্যমে গেদে সীমান্ত দিয়ে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্টে ফেরত দেয় বিএসএফ।
বিজিবি ও বিএসএফ-এর যৌথ ফ্ল্যাগ মিটিং হয়। এর পরই ৩২/বিএসএফ ব্যাটালিয়ন-এর গেদে ক্যাম্প কমান্ডারের তরফে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর দর্শনা আইসিপি কমান্ডারকে ফোনে জানানো হয় যে ৩১ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা, এবং ৩ জন শিশু-সহ মোট ৩১ জন বাংলাদেশি নাগরিক। বিএসএফ ধৃতদের  নাম ঠিকানা ও মোবাইল নম্বর বিজিবি-কে দিয়েছে।
advertisement
হস্তান্তর বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোঃ আবুল হাসান। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিব শঙ্কর সিং।  ৩১ জন বাংলাদেশির বাড়ি ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনি, নোয়াখালি, শেরপুর, মৌলভিবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়।
advertisement
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ তিতুমীর জানান, ” ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের বাড়ি পাঠানো হবে।” বাংলাদেশে ফেরত আসা ব্যক্তিরা জানান, তাঁরা কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিল। ভারতে মুম্বই শহরে কাজ করে জীবন-জীবিকা চালাত। সম্প্রতি অভিযানে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। জেল থেকে পশ্চিমবঙ্গের গেদে চেকপোস্ট দিয়ে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BSF: ফ্ল্যাগ মিটিং করে ৩১ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাল বিএসএফ
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement