রাতের অন্ধকারে গেরুয়া হল নেহেরু মূর্তি, বিতর্ক এড়াতে ফিরিয়ে দেওয়া হল আগের রং
Last Updated:
এই নিয়ে শুরু হয় বিতর্ক। অবশেষে এদিন সকাল হতেই নেহরু মুর্তিটির রঙ বদলে পুরানো রঙে ফিরিয়ে আনা হয়েছে।
#কুলটি: নিউজ 18 বাংলার খবরের জের। তড়িঘড়ি বদলে গেল জহরলাল নেহরু মুর্তির রঙ। পুরানো রঙ ফিরিয়ে দেওয়া হল নেহরু মুর্তির। প্রসঙ্গত ৭২তম স্বাধীনতা দিবসের দিনে কুলটিতে রাতের অন্ধকারে নেহরুর মূর্তিতে কে বা কারা গেরুয়া রঙ করে দেয়। এই নিয়ে শুরু হয় বিতর্ক। অবশেষে এদিন সকাল হতেই নেহরু মুর্তিটির রঙ বদলে পুরানো রঙে ফিরিয়ে আনা হয়েছে।
স্বাধীনতা দিবসের দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর মূর্তিতে গেরুয়া রঙ করা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল আসানসোলের কুলটিতে। এদিন দেখা গেল কুলটির সেলের নেহরু স্টেডিয়ামের সামনের জহরলাল নেহরু মুর্তির পরনের কোর্টে গেরুয়া রঙ করা হয়েছে। ৭২তম স্বাধীনতা দিবসের দিনে এই ঘটনা লজ্জাজনক বলে মন্তব্য কুলটিবাসীর ৷ এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ করা উচিৎ বলে জানিয়েছেন কুলটির তৃণমূল বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি। কুলটি সেল কতৃপক্ষের কাছে নেহরুর মূর্তিটি পুরানো ছন্দে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2018 3:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে গেরুয়া হল নেহেরু মূর্তি, বিতর্ক এড়াতে ফিরিয়ে দেওয়া হল আগের রং