Howrah News: চা শেষ হলেই কাপও চিবিয়ে খাচ্ছে সকলে! হাওড়ার এই দোকানে হচ্ছেটা কী? ছুটে আসছে দূর-দূরান্তের মানুষ

Last Updated:

Howrah News: চা শেষ হলেই কামড়ে খেতে পারবেন কাপ, কাপ কামড়ে খেতে ভিড় জমাচ্ছে ক্রেতারা, গঙ্গা সংলগ্ন হাওড়া শহরের এই দোকানে এবার জেলার মানুষের নজরে।

+
চায়ের

চায়ের সঙ্গে খেয়ে নিতে পারবেন কাপ হাওড়ায় এই দোকানে

হাওড়া: চা এর সঙ্গে টা বা বিস্কুট নয়, এবার চায়ের সঙ্গে কাপ চিবিয়ে খাচ্ছে ক্রেতা। সেই কাপ খাবার সুযোগ এবার হাওড়ায়। চা সঙ্গে কাপ খাওয়া যাচ্ছে হাওড়ার একটি দোকানে। সেখানেই নতুন বর্ষ বরণের আগে ভিড় জমাচ্ছে মানুষ। কয়েক দিনে শহর জুড়ে দারুণ সারা ফেলেছে গঙ্গাপারের এই চা দোকান।
প্রতিদিন সন্ধ্যা হলেই ক্রেতারা চা সঙ্গে কাপ খেতে হাজির হচ্ছে মানুষ। সারাদিনে চা খাবার প্রতি আগ্রহ বাংলার মানুষের। বিশেষ করে যুব সাজের কাছে ফ্লেভার চা দারুণ পছন্দের। সারাদিন চা স্টল গুলিতে যুবক-যুবতীদের ভিড় থাকে, তবে সন্ধ্যায় আরও ভিড় থাকে জমাটি। আবার এই শীতের মরশুমে আরও চা এর প্রতি আগ্রহ থাকে, অনেকই এক কাপে সন্তুষ্ট নয়। এমন সময় জেলার চা প্রেমীদের নজরে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট সংলগ্ন ‘কেশরিয়া টি স্টল ‘ যেখানে বিভিন্ন ফ্লেভারে চায়ের সঙ্গে মিলছে চা’য়ের কাপ খাবার সুযোগ।
advertisement
কয়েক বছর আগে পর্যন্ত জেলার মানুষের কাছে চা দোকান বলতে লিকার চা অথবা লেবু চা সেই সঙ্গে বিভিন্ন ধরনের বিস্কুট এর সম্ভার। কিন্তু বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতাদের চাহিদার উপর চায়ের দোকানে এসেছে নতুনত্ব। বহু যুবক-যুবতী ফ্লেভার চা বিক্রি করে স্বনির্ভর।
advertisement
advertisement
গত কয়েক বছর আগে হাওড়ার সালকিয়া এলাকায় চা প্রেমী এক পড়ুয়ার দেখিয়ে দিয়েছিল চা বিক্রি করেও ভাল টাকা উপার্জন করা যেতে পারে। পড়ুয়ার কথায়, পছন্দসই ফ্লেভার চা এবং প্রেজেন্টেশন ভাল ভাবে করতে পারলে চা দোকান থেকেই মোটা টাকা উপার্জন করা যেতে পারে। সেই দোকানের চা খেতে হিড়িক লেগে যেত স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের। তারপর গঙ্গা নদী সংলগ্ন এই চা দোকানে চা খাবার হিড়িক ক্রেতাদের।
advertisement
কিছুদিন আগেই মাত্র ১৫ টাকায় কেশর চা খাবার মানুষের ঢল দেখা গিয়েছে হাওড়ার কেশরিয়া টি স্টলে। সেই সঙ্গে আরও আকর্ষণীয় নানারকম ফ্লেভার চা ও বিভিন্ন খাবার। এবার চকলেট ও মালাই চা-এর সঙ্গে খাস্তা কাপ, যা চিবিয়ে খেয়ে নেওয়া যাচ্ছে। তাতেই বাড়ছে ক্রেতাদের আগ্রহ। প্রতিদিনই ক্রমশ বাড়ছে ক্রেতাদের ভিড়।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: চা শেষ হলেই কাপও চিবিয়ে খাচ্ছে সকলে! হাওড়ার এই দোকানে হচ্ছেটা কী? ছুটে আসছে দূর-দূরান্তের মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement