South 24 Parganas News: মথুরাপুরে খেলা দেখিয়ে খুশির জোয়ার আনল আফ্রিকান ফুটবলাররা
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
South 24 Parganas News: মথুরাপুরে এবছর থেকে শুরু হয়েছে এমপি কাপ। সেখানে উদ্বোধনী ম্যাচে আফ্রিকান ফুটবলারদের সঙ্গে দেশীয় টিমের টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই ম্যাচে খেলা দেখিয়ে খুশির জোয়ার আনল আফ্রিকান ফুটবলাররা।
মথুরাপুর: মথুরাপুরে এবছর থেকে শুরু হয়েছে এমপি কাপ। সেখানে উদ্বোধনী ম্যাচে আফ্রিকান ফুটবলারদের সঙ্গে দেশীয় টিমের টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই ম্যাচে খেলা দেখিয়ে খুশির জোয়ার আনল আফ্রিকান ফুটবলাররা।
তিন দিন ধরে চলা ১৬ দলের এই বিশাল টুর্নামেন্ট মথুরাপুরের সাংসদ বাপী হালদারের উদ্যোগে কৃষ্ণচন্দ্রপুরের বিবেকানন্দ ময়দানে আয়োজিত হয়। সেই ফুটবল টুর্নামেন্ট দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেন।
এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছিলেন এমন প্লেয়ার যারা আদতে আফ্রিকার বাসিন্দা। সেই সুদূর আফ্রিকা থেকে ফুটবল খেলার জন্য তারা এসেছিলেন মথুরাপুরে। তাদের দেখে খুশি সকলেই।
advertisement
advertisement
এই সমস্ত খেলোয়াড়দের মধ্যে কেউ আইভরি কোস্ট থেকে, কেউ সেনেগাল, ঘানা, ক্যামেরুন থেকে এসেছিলেন। শুধুমাত্র এই খেলাতে যে বিদেশি খেলোয়ারদের দেখতে পাওয়া যায় তা নয়। গোটা শীতকাল জুড়ে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় এই প্লেয়ারদের দেখতে পাওয়া যায়।
advertisement
এই আফ্রিকান প্লেয়াররা আসেন, খেলেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করেন। মথুরাপুরেও তার ব্যতিক্রম হয়নি। খেলায় তাঁদের টিম শেষ পর্যন্ত জিতে যায়। দর্শকরাও এই খেলা দেখে খুবই খুশি।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2025 3:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মথুরাপুরে খেলা দেখিয়ে খুশির জোয়ার আনল আফ্রিকান ফুটবলাররা