North 24 Parganas News: বাড়ির সামনে মদের আসর! প্রতিবাদ করায় আক্রান্ত, রেহাই পেল না ৬ বছরের শিশুও
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
রাজারহাটের ভাতুরিয়া এলাকায় বাড়ির সামনে বসা মদের আসরের প্রতিবাদ করায় আক্রান্ত খোদ প্রতিবাদী! রেহাই পেল না ৬ বছরের শিশুও।
উত্তর ২৪ পরগনা: বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় পরিবারকে মারধর করার অভিযোগ। ঘটনাটি রাজারহাটের ভাতুরিয়া এলাকায়। রাজারহাট থানায় অভিযোগ দায়ের আক্রান্ত পরিবারের। মহিলা এবং ৬ বছরের শিশু সহ ৫ সদস্যকে বেধড়ক মারধর করার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ লোধের শ্যালক হীরক মুখার্জি সহ কয়েকজনের বিরুদ্ধে। রাতে রাজারহাট থানায় অভিযোগ করতে আসলে, সেই অভিযোগ প্রথমে পুলিশ নিতে চাইনি বলেও অভিযোগ আক্রান্ত পরিবারের। পরে অভিযোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিবাদী আক্রান্ত কুশল চক্রবর্তী।
স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে রাজারহাট ভাতুড়িয়া এলাকায় বাড়ির সামনে বসেছিল মদের আসর। তারই প্রতিবাদ করাতে আক্রান্ত গোটা পরিবার। মদ্যপ দুষ্কৃতিদের হাতে বেধড়ক মার খেলেন কুশল চক্রবর্তী নামে এক যুবক এবং তাঁর পরিবার। দুষ্কৃতি দলের মারধরে রক্তাক্ত হয় মহিলা এবং শিশু সহ প্রতিবাদী পরিবারের পাঁচ সদস্য। মহিলা সদস্যদের উপর শারীরিক হেনস্তা করা হয় বলেও অভিযোগ। রাজারহাটের তৃণমূল নেতা কল্যাণ লোধের শ্যালক সহ বেশ কয়েকজন এই তান্ডব চালায় বলে অভিযোগ। আক্রান্ত কুশল চক্রবর্তী এবং তাঁর পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় রাজারহাট থানায় আসেন। থানার সামনেই এখন পুলিশি পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন আক্রান্ত গোটা পরিবার। তাদের প্রত্যেকের শরীরেই ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধা। এই পরিস্থিতিতে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2024 3:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাড়ির সামনে মদের আসর! প্রতিবাদ করায় আক্রান্ত, রেহাই পেল না ৬ বছরের শিশুও