মদ্যপ সেই পুলকার চালকের লাইসেন্স 'সাসপেন্ড' করবে পুলিশ

Last Updated:

অভিযুক্ত পুলকার চালক দীনেশ শর্মার ড্রাইভিং লাইসেন্স 'সাসপেন্ড' করতে চলেছে পুলিশ।

#কলকাতা: ১১ জন পড়ুয়া নিয়ে আকণ্ঠ মদ্যপান করে পুলকার চালাতে গিয়ে সোমবার মৌলালি মোড়ে গ্রেফতার হয় চালক। এবার সেই অভিযুক্ত পুলকার চালক দীনেশ শর্মার ড্রাইভিং লাইসেন্স 'সাসপেন্ড' করতে চলেছে পুলিশ। সূত্রের খবর, আপাতত তিন মাসের জন্য লাইসেন্স 'সাসপেন্ড' করা হবে। এই তিনমাস কোনও গাড়ি চালাতে পারবে না দীনেশ। পরবর্তীতে আবার যদি একইভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে, তাহলে তার লাইসেন্স বাতিল করাও হতে পারে।
হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনার পরে সোমবার শহরজুড়ে পুলকার চেকিং শুরু করে পুলিশ। সেই সময় মৌলালি মোড়ে শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের পুলিশ দীনেশের পুলকার থামায় পরীক্ষা করার জন্য। তার লাইসেন্স দেখতে চান শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট মানবেন্দু বিশ্বাস। তখন গাড়ি থেকে নামতে গিয়েই পা হড়কে যায় রমেশের। কাছে আসতেই দেখা যায় রক্তজবা চোখ ও মুখ দিয়ে বেরোচ্ছে মদের গন্ধ।
advertisement
নিশ্চিত হতে 'ব্রেথ অ্যানালাইজার' নিয়ে এসে পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। শুধু তাই নয় দীনেশ মাত্রাতিরিক্ত মদ্যপান করেছে বলেও রিপোর্ট আসে। পুলকারে থাকা পড়ুয়ারাও জানায় যে চালক অপ্রকৃতিস্থ অবস্থায় ছিল। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে তালতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মোটরযান আইনের ১৮৫ ধারায় মামলা রুজু করা হয়। জামিনযোগ্য ধারা হওয়ায় মঙ্গলবার ধৃতকে ব্যাংকশাল আদালতে তোলা হলে বিচারক জামিন দেন।
advertisement
advertisement
পুলিশসূত্রে খবর, আদালতে জামিন পেলেও এবার তার লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে। তারপর একজন অ্যাসিস্টান্ট কমিশনার মোটরযান আইন মেনেই দীনেশের লাইসেন্স তিন মাসের জন্য সাসপেন্ড করবেন। করা হবে মোটা টাকা জরিমানাও।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার যে অবস্থায় গাড়ি চালাচ্ছিল দীনেশ, তাতে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। ওই পুলকারে ছিল শিয়ালদহ এলাকার একটি বেসরকারি স্কুলের ১১ জন পড়ুয়া। চালককে মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হলে পড়ুয়াদের বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেই সময় শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের এক চালক ওই পুলকার চালিয়ে প্রত্যেক পড়ুয়াকে বাড়ি পৌঁছে দেন।
advertisement
অভিভাবকদের দাবি, শুধু চালক নয় পুলকারের বেপরোয়াপনা রুখতে ব্যবস্থা নিতে হবে পুলকার মালিকদের বিরুদ্ধেও। কারণ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলে তবেই তারা দায়িত্বপূর্ণ চালক নিয়োগ করবে। পাশাপাশি প্রশাসনের আরও কড়া পদক্ষেপ নেওয়াও জরুরি বলে মনে করেন অভিভাবকরা।
Sujoy Pal
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মদ্যপ সেই পুলকার চালকের লাইসেন্স 'সাসপেন্ড' করবে পুলিশ
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement