সব জট খুলে গেল এবার! উদ্ধার দেশরাজের মোবাইল... খুনি সম্পর্কে হাড়হিম করা খবর ফাঁস, কী হয়েছিল সেদিন?
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
জানা যাচ্ছে, চালাকির সঙ্গে সে স্টেশনের জনবহুল এলাকায় মোবাইল ফেলে দেয়। যাতে কোনও ব্যক্তি সেই মোবাইল পেলে পুলিশ মোবাইলের লোকেশন ধরে তার পিছু ধাওয়া করে বিভ্রান্ত হয়।
সমীর রুদ্র, নদিয়া: ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত কাঁচরাপাড়ায় থেকে পড়াশোনা করে ঈশিতা৷ বয়সের ফারাক থাকলেও দু জনে সহপাঠীই ছিল৷ সেই সময়ই দেশরাজের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে ঈশিতার৷ এবার কৃষ্ণনগরে পড়ুয়া খুনের ঘটনায় আরও চাঞ্চল্যকর মোড়। এবার উদ্ধার দেশরাজের নতুন সিম সহ মোবাইল। পুরনো সিম কাচড়াপাড়াতেই খুলে রেখে মোবাইলে নতুন সিম ভরেছিল অপরাধী। উদ্দেশ্য ছিল যাতে তার লোকেশন জানা না যায়। খুনের পর হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে বরাকর যায় সে, স্টেশনে সিম সহ মোবাইল ফেলে দেয়। বরাকর থেকে ফের আসানসোল ফিরে এসে সাড়ে ১২টা নাগাদ এক্সপ্রেস ট্রেনে চেপে উত্তর প্রদেশের উদ্দেশে রওনা দেয়। ফেলে দেওয়া মোবাইল কুড়িয়ে পায় এক ব্যক্তি। বরাকরের লছিপুরের ওই ব্যক্তির কাছে থেকে মোবাইল উদ্ধার হয়।
সূত্রের খবর, নতুন নম্বরের সিম দিয়ে কাচড়াপাড়ার দুই বন্ধুকে ফোন করে আশ্রয় চেয়েছিল। এছাড়াও তার মা ও এক ভাইকে ফোন করেছিল। পুলিশ মোবাইলের IMEI নম্বর থেকে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মোবাইল উদ্ধার করে। জানা যাচ্ছে, চালাকির সঙ্গে সে স্টেশনের জনবহুল এলাকায় মোবাইল ফেলে দেয়। যাতে কোনও ব্যক্তি সেই মোবাইল পেলে পুলিশ মোবাইলের লোকেশন ধরে তার পিছু ধাওয়া করে বিভ্রান্ত হয়।
advertisement
২০২৩ সালে ঈশিতা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দেওয়ার পর তাঁকে কৃষ্ণনগরে নিয়ে চলে আসে তাঁর পরিবার৷ এর পর থেকেই ঈশিতার সঙ্গে যোগাযোগ কমে যায় দেশরাজের৷ কিন্তু দু জনের মধ্যে যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত নন তদন্তকারীরা৷ দেশরাজের থেকে দূরে রাখতেই মেয়েকে কৃষ্ণনগরের বাড়িতে ফিরিয়ে এনেছিল মল্লিক পরিবার৷ কিন্তু পরিবার না চাইলেও কি গোপনে দেশরাজের সঙ্গে যোগাযোগ রাখছিল ঈশিতা? কৃষ্ণনগরের মানিকপাড়ায় যেভাবে সোমবার দুপুরে বাড়িতে ঢুকে ঈশিতাকে খুন করেছে দেশরাজ, তাতে দু জনের মধ্যে গোপনে যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 7:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সব জট খুলে গেল এবার! উদ্ধার দেশরাজের মোবাইল... খুনি সম্পর্কে হাড়হিম করা খবর ফাঁস, কী হয়েছিল সেদিন?