Panihati Councillor Murder Case: ১৮ বছর পর এসেছিল দাদা, সত্যিটা জানার পর পাড়ায় মুখ দেখাতে পারছে না বোন
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সোমবার রাতে কালনার মাধপুরে বাবা মা ভাইকে নিয়ে ব্যাগপত্র সহ হাজির হন সঞ্জীব। বোনকে তিনি জানান, কালনার একটি আশ্রমে বেড়াতে এসেছিলেন (Panihati Councillor Murder Case)৷
#কালনা: দীর্ঘ ১৮ বছর পর দাদা বাড়িতে আসায় খুশি হয়েছিলেন বোন। কিন্তু তার পরিণামে যে পাড়া প্রতিবেশীদের কাছে মুখ দেখানো দায় হয়ে উঠবে তা ভাবতেও পারেননি কালনার মাম্পি পণ্ডিত। কারণ তাঁর বাড়ি থেকেই পানিহাটিতে কাউন্সিলর হত্যাকাণ্ডে (Panihati Councillor Murder Case) অন্যতম অভিযুক্ত সঞ্জীব পণ্ডিত ওরফে বাপিকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার রাতে কালনার মাধপুরে বাবা মা ভাইকে নিয়ে ব্যাগপত্র সহ হাজির হন সঞ্জীব। বোনকে তিনি জানান, কালনার একটি আশ্রমে বেড়াতে এসেছিলেন৷ আপাতত কয়েকদিন বোনের বাড়িতে থাকবেন বলেও জানান সঞ্জীব৷
advertisement
কালনার এই বাড়িতে হানা দিয়ে পানিহাটি কাণ্ডে গ্রেফতার করা হয় সঞ্জীব পণ্ডিত ওরফে বাপিকে। খুড়তুতো বোনের বাড়িতে বাবা, মা, ভাইকে নিয়ে গা ঢাকা দিতে এসেছিল বাপি। সোমবার রাতে হঠাৎ সপরিবারে সঞ্জীব পন্ডিত ওরফে বাপি ও তার ভাই প্রসেনজিৎ পণ্ডিত তাঁদের বাবা মাকে নিয়ে বোনের বাড়িতে হাজির হন।
advertisement
দীর্ঘ দিন পর দাদারা বাড়িতে আসাই খুশিই হয়েছিলেন মাম্পিদেবী। তবে বোন টেরও পাননি কী ঘটনা ঘটিয়ে এসেছেন তাঁর দাদা! রাতে খাওয়া-দাওয়া পরের পরিবারের সঙ্গে গল্প-গুজব করে ঘুমাতে যান সবাই। রাত দুটোর সময় পুলিশ আসার পরেই সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে যায় সঞ্জীবের বোনের কাছে বোনের। আর এই ঘটনার পর থেকে কালনার আটঘড়িয়া অঞ্চলে সঞ্জীবের খুড়তুতো বোনের পরিবার আতঙ্কে রয়েছে। পাড়া প্রতিবেশীরা তাঁদের অন্য চোখে দেখছেন। এলাকায় মুখ দেখানো দায় হয়ে উঠেছে। সঞ্জীব পণ্ডিত ওরফে বাপি কে পুলিশ গ্রেফতার করেছে ।
advertisement
পুলিশের প্রাথমিক দাবি, কাউন্সিলর অনুপম দত্তের খুনের সঙ্গে সঞ্জীব পণ্ডিত প্রত্যক্ষ ভাবে জড়িয়ে রয়েছেন। সঞ্জীব পণ্ডিতে বোনের বক্তব্য, 'আমরা যদি জানতাম যে দাদা এই ঘটনা ঘটিয়েছে তাহলে কখনওই ওদের আশ্রয় দিতাম না।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2022 12:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panihati Councillor Murder Case: ১৮ বছর পর এসেছিল দাদা, সত্যিটা জানার পর পাড়ায় মুখ দেখাতে পারছে না বোন