Accident News: সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা কালনায়, গুরুতর আহত ২০ জন যাত্রী, আশঙ্কাজনক অবস্থায় বাসচালক

Last Updated:

সোমবার সাত-সকালে পূর্ব বর্ধমানের কালনায়  মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নান্দাই দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় সকাল ন’টা নাগাদ একটি যাত্রীবোঝাই বাস এবং একটি বালিবোঝাই ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়

বাস দূর্ঘটনা 
বাস দূর্ঘটনা 
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: সোমবার সাত-সকালে পূর্ব বর্ধমানের কালনায়  মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নান্দাই দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় সকাল ন’টা নাগাদ একটি যাত্রীবোঝাই বাস এবং একটি বালিবোঝাই ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। হঠাৎ প্রচণ্ড ধাক্কায় গোটা এলাকা রীতিমত কেঁপে ওঠে! মুহূর্তের মধ্যে বাসের ভিতর শুরু হয় চিৎকার, কান্না।বাসের প্রায় সব যাত্রীই কমবেশি আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন । পুলিশও দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে।
প্রথমে স্থানীয়রা ও পুলিশ মিলে আহতদের উদ্ধার করে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ এতটাই জোরাল ছিল যে, বাসের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। সবচেয়ে ভয়াবহ অবস্থা হয় বাসচালকের। তিনি ধাক্কার পর গাড়ির সামনের অংশে আটকে পড়েন এবং দীর্ঘ সময় ধরে ভিতরেই আটকে ছিলেন। স্থানীয় মানুষজন প্রথমে চেষ্টা করেও তাঁকে বার করতে পারেননি। শেষমেষ গ্যাস কাটার মেশিন দিয়ে বাসের সামনের অংশ কেটে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চোট গুরুতর বলে জানা গিয়েছে।
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে কালনা মহকুমা হাসপাতালে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর সঙ্গে ছিলেন কালনার এসডিপিও রাকেশ চৌধুরী, কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। তাঁরা হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। স্থানীয়দের কথায়, যাত্রীবোঝাই বাসটি নবদ্বীপের দিক থেকে রানিগঞ্জের দিকে যাচ্ছিল। আচমকাই উল্টোদিক থেকে আসা একটি ডাম্পার সরাসরি বাসের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কার অভিঘাতে বাসে থাকা যাত্রীরা আহত হন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক! প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ” বাসের সব যাত্রীই কমেবেশি আহত হয়েছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকেরও শারীরিক অবস্থা আশঙ্কাজনক।” দুর্ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident News: সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা কালনায়, গুরুতর আহত ২০ জন যাত্রী, আশঙ্কাজনক অবস্থায় বাসচালক
Next Article
advertisement
Amit Shah Replies to Rahul Gandhi: 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
  • সংসদে রাহুল-শাহ তুমুল বাকযুদ্ধ৷

  • ভোট চুরি নিয়ে শাহকে বিতর্কে অংশ নিতে বললেন রাহুল৷

  • 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে জবাব শাহের৷

VIEW MORE
advertisement
advertisement