South 24 Parganas News: ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা, আহত ১৫

Last Updated:

ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে গিয়েছে একাধিক গাড়ি
দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে গিয়েছে একাধিক গাড়ি
ঠাকুরপুকুর: সপ্তাহের প্রথম কাজের দিন ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
সূত্রের খবর, একটি দাঁড়িয়ে থাকা বাসের পিছনে আরও একটি বাস ধাক্কা মারে। এরপর সেই ধাক্কার অভিঘাতে দাড়িয়ে থাকা বাসটি ধাক্কা মারা আরও বেশ কিছু গাড়িকে।কাকদ্বীপ-ডায়মন্ডহারবার রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২৩৫ বাসে ধাক্কা মারে। এরপর বেশ কয়েকটি প্রাইভেট কারকে ধাক্কা মারে। একটি পুলিশের গাড়িও সেখানে ছিল।ঘটনার পর বাসটি মেট্রোর কাজ যেখানে চলছিল সেখানে উঠে যায়।
advertisement
আরও পড়ুন: ভাত, মাছ, তরকারি, চাটনি! বারুইপুরের এই মন্দিরের প্রসাদে রয়েছে চমকে ভরা
একটি ফলদোকানের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের ধাক্কা মারে। একটি গরুকেও ধাক্কা মারে বাসটি‌।এই ভয়াবহ ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগায়। ঘটনার পরই দ্রুত পুলিশকর্মীরাও ঘটনাস্থলে আসে। দূর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রেন আনা হয়েছে।সপ্তাহের প্রথম কাজের দিন এই ঘটনা ঘটায় অসুবিধায় পড়েছেন অনেক নিত্যযাত্রী। ঠিক কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ‌। দুর্ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা, আহত ১৫
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement