Abhishek Banerjee: র‍্যাম্পে 'তিন ভূত'কে তুললেন অভিষেক! অভিযোগের পরেই তড়িঘড়ি পদক্ষেপ কমিশনের, তলব রিপোর্ট

Last Updated:

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন অভিযোগের পরেই নড়চড়ে বসেছে নির্বাচন কমিশন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগের পরেই দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসকের কাছ থেকে তলব করা হয়েছে রিপোর্ট।

News18
News18
কলকাতা: নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই ছাব্বিশ জেলা সফর শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন র‍্যাম্েপতিনজনকে তুলে সরাসরি কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ৷ মঞ্চে উঠেছিলেন মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস। জানালেন, ‘‘এই র‍্যাম্পে আজ তিন ভূত হাঁটবেনিয়ে আসুন। এই তিনজনকে দেখে কী মনে হচ্ছে? মেটিয়াবুরুজে দুই দাদা আর বৌদির বাড়ি কাকদ্বীপে। কমিশন এদের দেখতে না পেয়ে মৃত বানিয়েছে। তাই আমি র‍্যাম্প বানিয়েছি।’’
advertisement
অভিষেক দাবি করেন, শুধু দক্ষিণ চব্বিশ পরগণা জেলাতেই এই ধরনের ২৪ জন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে যাঁরা জীবিত থাকলেও এসআইআর-এর খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে৷৷ অভিষেকের কথায়, ‘‘আপনারা এদের দেখতে পেলেও নির্বাচন কমিশন দেখতে পারছে না৷ বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তার জন্য এদের মৃত দেখিয়ে দিয়েছেতৃণমূল যতদিন আছে কারও মৌলিক অধিকার কাড়তে দেব না৷ ’’
advertisement
advertisement
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন অভিযোগের পরেই নড়চড়ে বসেছে নির্বাচন কমিশন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগের পরেই দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসকের কাছ থেকে তলব করা হয়েছে রিপোর্ট।
advertisement
যে তিনজন ভোটারের কথা নিয়ে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসকের কাছে কী তথ্য রয়েছে? জীবিত ভোটারদের কেন মৃত ভোটারের তালিকায় দেখানো হয়েছে? কার গাফিলতি? দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসককে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক৷ তেমনটাই খবর কমিশন সূত্রের।
advertisement
ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে আজ, শুক্রবার থেকে জেলা সফর শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন তাঁর কর্মসূচি ছিল বারুইপুরেজনসভার আয়োজন করা হয়েছিল স্থানীয় ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে। তৃণমূল সূত্রের খবর, গোটা জানুয়ারি মাস ধরে অভিষেক রাজ্যের সব জেলায় কর্মসূচি করবেন। শনিবার তাঁর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার যাওয়ার কথা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: র‍্যাম্পে 'তিন ভূত'কে তুললেন অভিষেক! অভিযোগের পরেই তড়িঘড়ি পদক্ষেপ কমিশনের, তলব রিপোর্ট
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement