Aadhar Card: রাতারাতি বাতিল শতাধিক আধার কার্ড! বন্ধ রেশন, ব্যাঙ্কের লেনদেন! বাড়ি বাড়ি আসছে চিঠি! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Aadhar Card: কোনও কারণ ছাড়াই বাতিল আধার কার্ড! বড় বিপদের সংকেত! এখুনি জানুন
বর্ধমান: রাতারাতি বাতিল আধার কার্ড! চরম সমস্যার মধ্যে পড়েছেন পূর্ব বর্ধমান জেলার জামালপুরের শতাধিক বাসিন্দা। তাঁদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে গত কয়েক দিন ধরে ডাকযোগে চিঠি এসেছে। এমন চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু বাসিন্দা। জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুজহাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে ডাকযোগে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) এর রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে। এখন কী করবেন তা ভেবে উঠতে পারছেন না এই বাসিন্দারা। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছে প্রশাসনও।
গত কয়েক দিন ধরে জামালপুর ব্লকের আবুজহাটি-১ গ্রাম পঞ্চায়েতের জুহিহাটি গ্রামের প্রায় ৫০ জন এমন চিঠি পেয়েছেন। জৌগ্রামের অনেকের কাছেও এই চিঠি এসেছে। বাসিন্দারা দাবি করেন, কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বুঝতে পারছেন না। এমনকি তাঁদের রেশন, ব্যাঙ্কের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে গিয়েছে বলেও জানান তাঁরা। অনেকেই গত তিন চার দিনে এই চিঠি পেয়েছেন। তাঁদের রেশন বন্ধ হয়ে গেছে দু তিন মাস আগেই। গত বেশ কিছুদিন তাঁরা ব্যাংকের লেন দেনও করতে পারছেন না। এবার রান্নার গ্যাস বা মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রেও সমস্যার মধ্যে পড়তে হবে বলে তাঁরা আশংকা করছেন।
advertisement
আরও পড়ুন: এই বিশেষ লাড্ডু খেলেই ফিরবে যৌবন! যৌন ক্ষমতা বাড়াবে! হার্ট থেকে অনিদ্রা সবেতেই দারুণ কাজের! জানুন
advertisement
ব্লক প্রশাসনের কাছ থেকে এই বিষয়ে কেউ কোনও তথ্য চায়নি। কেন এমনটা হয়েছে কেউই বুঝে উঠতে পারছেন না।। আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি আসার ব্যাপারে জেলা প্রশাসনের কাছেও খবর এসেছে। এদিন জামালপুরের বিডিও পার্থ সারথী দে বলেন, কয়েকজনের আধার কার্ড বাতিল হয়েছে বলে চিঠি এসেছে এমন খবর শুনেছি তবে এ ব্যাপারে আমাদের কাছে কেউ কিছু জানায়নি বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে জামালপুরের বিডিও স্থানীয় ডাকঘরেও যান। সেখানে তিনি আধার প্রস্তুতকারক সংস্থাই চিঠি গুলি পাঠিয়েছে কিনা সে ব্যাপারে জানতে চান। কবে থেকে এই ধরনের চিঠি আসছে, এতদিন পর্যন্ত কতজনকে সেই চিঠি পাঠানো হয়েছে সেসব ব্যাপারে বিস্তারিত খোঁজ নিচ্ছে জেলা প্রশাসন।
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 7:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Aadhar Card: রাতারাতি বাতিল শতাধিক আধার কার্ড! বন্ধ রেশন, ব্যাঙ্কের লেনদেন! বাড়ি বাড়ি আসছে চিঠি! জানুন