চেয়েছিলেন নিজের বাড়ি বানাতে আর তাতেই প্রাণ গেল বজবজের যুবকের!

Last Updated:

আবাস যোজনার টাকায় বাড়ি বানাতে গিয়ে প্রাণ গেল বজবজের যুবকের। ওই যুবকের নাম দেবাশিস খাঁ (৩৫)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মৃত দেবাশিস খাঁ 
মৃত দেবাশিস খাঁ 
নবাব মল্লিক, বজবজ: আবাস যোজনার টাকায় বাড়ি বানাতে গিয়ে প্রাণ গেল বজবজের যুবকের। ওই যুবকের নাম দেবাশিস খাঁ (৩৫)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃতের পরিবারের দাবি দেবাশিস খাঁ ও কাকা মানিক খাঁ একই বাড়িতে শুরুতে থাকতেন। এরপর বাংলা আবাস যোজনায় ঘরের আবেদন করেছিলেন দেবাশিস। সেই আবেদন মঞ্জুর হয়ে যায়।
এরপর কাকার বাড়ির পাশের জমিতেই সেই ঘর তৈরির কাজ শুরু হয়। তখন থেকেই কাকার পরিবারের সঙ্গে দেবাশিসের বিবাদ চলছিল বলে অভিযোগ। সেই বিবাদের মধ্যেই চলছিল ঘর তৈরির কাজ চলছিল বলে খবর।
advertisement
advertisement
কিন্তু সেই ঘরে ছাদ ঢালাই করতে গিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ, ছাদের কার্নিশ বেড়ে কাকাদের দিকে চলে এসেছিল বলে শাসিয়েছিল কাকা ও তার পরিবারের সদস্যরা। এরপর দেবাশিস ছাদে উঠে জল দেওয়ার সময়, পিছন থেকে কাকা মানিক ও তার ছেলে আশিস লোহার রড দিয়ে দেবাশিসের মাথা ও ঘাড়ে আঘাত করেন। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন দেবাশিস।
advertisement
পরিবারের লোকজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বজবজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বজবজ থানায় মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ তদন্তে নেমে মানিক ও তার ছেলে আশিসকে গ্রেফতার করেছে। মানিকের স্ত্রী কানন খাঁ নীচে দাঁড়িয়ে দেবাশিসকে খুনে মদত দিচ্ছিলেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে তিনি পলাতক। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চেয়েছিলেন নিজের বাড়ি বানাতে আর তাতেই প্রাণ গেল বজবজের যুবকের!
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement